নয়া দিল্লি : ২০২০-তে ভারতের ভূ-খণ্ডে দখলদারি নিতে সৈন্য নিয়ে এগিয়ে এসেছিল চিন। গালোয়ানের রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হন একাধিক ভারতীয় জওয়ান। যোগ্য জবাব দেয় ভারতও। সেই সংঘর্ষের পর বছর দেড়েক কেটে গেলেও এখনও চিনের সেনা সরাতে দফায় দফায় চলছে বৈঠক। চিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় কী কী খামতি আছে, তা পূরণ করতেও সর্বোতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। আগামী বছরেই রাশিয়া থেকে আনা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ (S-400) মোতায়েন করা হবে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের (LAC) কাছে।
২০২২-এর শুরুর দিকেই ভারতের দুই সীমান্তবর্তী অঞ্চল লাদাখ (Ladakh) ও অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) মোতায়েন করা হচ্ছে এস-৪০০। চিনের সঙ্গে সমানে সমানে লড়াই করতেই ভারত ওই দুই সিস্টেম মোতায়েন করছে বলে সূত্রের খব। রাশিয়া তরফে জানানো হয়েছে, ২০২২-এর মধ্যে যাতে ওই দুই সিস্টেম কার্যকর হয়ে যায়, তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই সিস্টেমের অংশ আসতে শুরু করেছে ভারতে। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই ভারতে আসছে সিস্টেমের দুটি ব়্যাডার।
শুধু ক্ষেপণাস্ত্রই নয়, এই সিস্টেমের বিশেষ প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে। ২০১৯ সালের গোড়ায় আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স এবং পেট্রিয়ট-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে। কিন্তু সব দিক বিচার করে এস-৪০০ কেনার সিদ্ধান্তেই অনড় ছিল নয়াদিল্লি। রাশিয়ার থেকে চিনও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনেছে।
লাদাখ থেকে চিনের সেনা একটু একটু করে সরলেও অরুণাচল প্রদেশের সীমান্তের কাছে যে ছবি দেখা গিয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে ক্রমশ। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত স্যাটেলাইটের মাধ্যমে গৃহীত ওই ছবিতে দেখা গিয়েছে পরপর ৬০ টা বাড়ি। নতুন এই এনক্লেভ বা নির্মাণ ওই স্থানে ২০১৯-এও ছিল না। অরুণাচল সীমান্ত ঘেঁষে যে চিনা গ্রাম তৈরি হয়েছে, তার ৯৩ কিলোমিটার পূর্বে তৈরি হয়েছে ওই নতুন নির্মাণ। তাই আরও বেশি সতর্ক হচ্ছে ভারত।
পেন্টাগন সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে, চাইনিজ টিবেট অটোনমাস রিজিয়ন ও অরুনাচল প্রদেশে এলএসির ইস্টার্ন সেক্টরে ১০০টির বেশি ঘর নিয়ে একটি গ্রাম তৈরি করে ফেলেছে চিন। এমনকী প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লাল ফৌজ তাদের সেনাও মোতায়েন করেছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সেই বিষয়ে চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত জানিয়েছে, ভারতের ভূখণ্ডে এমন কোনও গ্রাম তৈরি হয়নি।
আরও পড়ুন : Sukanta Majumder On Tathagata Roy: ‘ওঁ দলের সাধারণ সদস্য’, তথাগতর ‘আপাতত বিদায়’ মন্তব্যের পাল্টা সুকান্ত