কোনওমতে কাটল আতঙ্কের প্রথম রাত! আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে প্রস্তুতি তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 16, 2021 | 6:35 AM

আফগানিস্তানের ক্ষমতা তালিবানদের হাতে চলে যাওয়ায় তৎপরতার সঙ্গে নিজেদের দেশের নাগরিকদের ফেরাচ্ছে ব্রিটেন, আমেরিকা। পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা চেয়ে তালিবানদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

কোনওমতে কাটল আতঙ্কের প্রথম রাত! আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরাতে প্রস্তুতি তুঙ্গে
ফাইল ছবি। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: পরিস্থিতি ভয়ানক, তাই তড়িঘড়ি আফগানিস্তান (Afghanistan) থেকে ভারতীয়দের ফেরানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। ভারত যখন স্বাধীনতা দিবস উদযাপন করছিল, ঠিক সেই মুহূর্তেই এক বেলার মধ্যে পতন হল আফগানিস্তান সরকারের, কাবুলও দখল নিল তালিবানরা (Taliban)। ৯/১১ হামলার পর আমেরিকার সামরিক অভ্যুত্থানে তালিবানদের শাসন থেকে মুক্তি পেয়েছিল আফগানিস্তানের সাধারণ মানুষ, কিন্তু ২০ বছর বাদে সেই সেনা প্রত্যাহার শেষ হওয়ার আগেই ফের একবার আফগান ক্ষমতা চলে গেল তালিবানদের হাতেই।

রবিবার সকাল থেকেই থমথমে ছিল কাবুল(Kabul)-র আকাশ। শোনা যাচ্ছিল চারপাশ থেকে ঘিরতে শুরু করেছে তালিবানরা। বেলা গড়াতেই সেই আশঙ্কাই সত্যি হল, রাজধানী শহরে প্রবেশ করল তালিবানরা। বিকেলের মধ্যেই বিনা যুদ্ধে রীতিমতো পরাজয় স্বীকার করে নিল আফগান সেনা। পদত্যাগ করলেন প্রেসিডেন্ট আসরাফ ঘানি (Ashraf Ghani)। তালিবানরাও কাবুল দখল ও ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়ে দিল।

গতবারের তুলনায় এ বার কিছুটা নরম সুর তালিবানিদের গলায়। তাদের কথায়, কাবুলে রক্তপাত হোক, তা তারা চান না। সেই জন্যই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। কাউকে দেশ ছেড়ে পালাতে হবে না, সকলকেই বাড়িতে থাকার অনুরোধ জানায় তালিবানরা। যদিও বাস্তব চিত্র বেশ কিছুটা ভিন্ন ছিল। অসমর্থিত সূত্রের খবর, শহরের একাধিক প্রান্তে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে, গুলি চালানোর শব্দও কানে এসেছে।

এ দিকে, আফগানিস্তানের ক্ষমতা তালিবানদের হাতে চলে যাওয়ায় তৎপরতার সঙ্গে নিজেদের দেশের নাগরিকদের ফেরাচ্ছে ব্রিটেন, আমেরিকা। পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই আফগানিস্তানে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা চেয়ে তালিবানদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তালিবানিরাও সাফ জানিয়েছে, ভারত আফগান প্রশাসনকে সামরিক সাহায্য না করলে ভারতীয়দেরও কোনও ক্ষতি করা হবে না।

সূত্রের খবর, ইতিমধ্যেই কাবুল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভারতীয়রা রয়েছেন, তাদের সঙ্গেও যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। জানা গিয়েছে, ভারতীয় বায়ু সেনার সামরিক পরিবহন বিমান সি-১৭ গ্লোবমাস্টার প্রস্তুত রাখা হয়েছে। যে কোনও মুহূর্তে তা আফগানিস্তানে পাঠানো হতে পারে উদ্ধারকার্যের জন্য। জরুরিভিত্তিতে কীভাবে ভারতীয়দের উদ্ধার করে আনা যায়, তার ছকও কষে ফেলা হয়েছে।

গতকালই কাবুলে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। কাবুল বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে এক ঘণ্টা কাবুলের আকাশেই পাক খায় সেই বিমান। তালিবানদের নজর এড়াতে বিমানের ব়্যাডারও বন্ধ করে দিতে বাধ্য হন পাইলট। অবশেষে কাবুল বিমানবন্দরে নামার অনুমতি পায় ওই বিমানটি। বিকালেই সুরক্ষিতভাবে ১২৯ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে ফেরত আসে ওই বিমান। গতকালের ফ্লাইটে ভারতের একাধিক কূটনীতিবিদও ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ‘মেয়েরা পড়বে, চাকরি করবে’, তালিব-কন্ঠে ‘সহিষ্ণুতা’র সুর! পুরোটাই কি লোক দেখানো?

Next Article