একদিনে ৬৯ লক্ষ, যোগ দিবসে দেশে সর্বোচ্চ টিকাকরণের রেকর্ড

এর আগে দেশে একদিনে সর্বোচ্চ টিকাকরণ হয়েছিল ২ এপ্রিল। সেদিন টিকা পেয়েছিলেন ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ জন।

একদিনে ৬৯ লক্ষ, যোগ দিবসে দেশে সর্বোচ্চ টিকাকরণের রেকর্ড
ছবি- পিটিআই
Follow Us:
| Updated on: Jun 22, 2021 | 6:44 AM

নয়া দিল্লি: নয়া টিকাকরণ নীতি প্রয়োগের প্রথম দিনই রেকর্ড। একদিনে ৬৭ লক্ষ টিকার (COVID Vaccine) মাধ্যমে সর্বোচ্চ গণ্ডি ছুঁয়ে ফেলল দেশ। টিককরণের শুরু থেকে এটাই একদিনে সর্বোচ্চ। সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত দেশে একদিনে করোনা টিকা পেয়েছেন মোট ৬৭ লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে টিকাকরণ নীতিতে বদল আনার কথা বলেছিলেন। সেই বদল কার্যকরী হয়েছে সোমবার থেকেই। আর সেই দিনই সবচেয়ে বেশি টিকাকরণের রেকর্ড হল দেশে।

চলতি মাসে নমো জানিয়েছিলেন, ৭৫ শতাংশ টিকা কিনে রাজ্যের হাতে বিনামূল্যে তুল দেবে কেন্দ্র। সেই টিকা রাজ্য বিনামূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। ২৫ শতাংশ টিকা কিনতে পারবে বেসরকারি হাসপাতালগুলি। এর আগে দেশে একদিনে সর্বোচ্চ টিকাকরণ হয়েছিল ২ এপ্রিল। সেদিন টিকা পেয়েছিলেন ৪২ লক্ষ ৬৫ হাজার ১৫৭ জন। সেই রেকর্ড ছাপিয়ে নতুন ৬৭ লক্ষের রেকর্ড হল দেশে।

কেন্দ্রের পাশাপাশি দ্রুত গতিতে টিকা দিতে বদ্ধ পরিকর রাজ্যগুলিও। হরিয়ানা রোজ ২ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। অসম টিকাকরণে পিছিয়ে থাকা একটি রাজ্য। তারাও আগামী ১০ দিন রোজ ৩ লক্ষ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। কর্নাটক রোজ ৭ লক্ষ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। এইমস প্রধান রণদীপ গুলেরিয়া-সহ চিকিৎসকেদের একাংশ জুলাইয়ে দৈনিক ১ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন দেশের কাছে। তার অর্ধেকের কাছাকাছি পৌঁছেছে দেশ। দ্রুত সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।

আরও পড়ুন: শুধু কাকা-ভাইপো নয়, রাজনীতিতে নজির আছে বাবা-ছেলে, শ্বশুর-জামাইয়ের কাজিয়াও!