Indian Army: উত্তর সিকিমে বিরাট কীর্তি ভারতীয় সেনার, উপকার হবে প্রচুর মানুষের
Indian Army in Sikkim: উত্তর সিকিমের এই বেইলি ব্রিজ নতুন করে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিকিমের সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী সামদুপ লেপচাও। এছাড়া ভারতীয় সেনা, বর্ডার রোড অর্গানাইজেশন ও স্থানীয় প্রশাসনিক কর্তারাও উপস্থিত ছিলেন নবনির্মিত সেতুর উদ্বোধনে।
গ্যাংটক: তিস্তার হড়পা বানে বিধ্বস্ত সিকিমকে আবার ছন্দে ফেরাচ্ছে ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজ়েশন। তিস্তার ভয়াল রূপে ভেঙে গিয়েছিল সেতু, রাস্তা। তালিকায় ছিল চুংথাংয়ের কাছে তিস্তা নদীর উপর একটি বেইলি ব্রিজও। প্রায় ২০০ ফুটের এই সেতুটি সিকিমের সড়ক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। হড়পা বানে সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সেখানে নতুন করে বেইলি ব্রিজ তৈরি করল ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজ়েশন। বন্যা-বিধ্বস্ত উত্তর সিকিমকে মেইনল্যান্ডের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এটি একটি বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সিকিমের হড়পা বানের পর এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে। গত অক্টোবরের শুরুর দিকে উত্তর সিকিমের লোহনক লেক ফেটে ভয়ঙ্কর আকার নিয়েছিল তিস্তা। প্রচুর বাড়ি-ঘর, সেতু ভেঙে পড়েছিল। একের পর এক পাহাড়ি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছিল। সেই বিপর্যয়ের ধাক্কা একটু একটু করে কাটিয়ে ছন্দে ফিরতে শুরু করেছে সিকিম। কিন্তু চুংথাংয়ের এই বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এক মাসেরও বেশি সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বিস্তীর্ণ এলাকা। এর ফলে আগামী দিনে উত্তর সিকিমের এই অংশের সঙ্গে বাকি অংশের যোগাযোগ আরও নিবিড় হল। গাড়ি চলাচল আবার শুরু হওয়ার ফলে এবার বিপর্যস্ত এলাকাগুলিতে ত্রাণ ও অন্য়ান্য সাহায্য আরও সহজে পৌঁছে দেওয়া যাবে।
উত্তর সিকিমের এই বেইলি ব্রিজ নতুন করে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিকিমের সেতু ও সড়ক পরিবহণ মন্ত্রী সামদুপ লেপচাও। এছাড়া ভারতীয় সেনা, বর্ডার রোড অর্গানাইজেশন ও স্থানীয় প্রশাসনিক কর্তারাও উপস্থিত ছিলেন নবনির্মিত সেতুর উদ্বোধনে।