Bangla NewsIndia Indian Army Slams Pakistan For Spreading Misinformation
India Pakistan Ceasefire: ‘দেশ রক্ষার্থে আমরা সর্বদা তৈরি…’, সংঘর্ষ বিরতির পরে পাকিস্তানকে সাফ বার্তা কর্নেল কুরেশির
Indian Army Press Briefing on Pakistan Fake News: তারপরেই সাংবাদিক বৈঠকে বসে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। এই বৈঠক থেকেই আবার পাকিস্তানের একের পর এক মিথ্যাচার ধরে কাটলেন কর্নেল সোফিয়া কুরেশি।
সাংবাদিক বৈঠকে কর্নেল সোফিয়া কুরেশিImage Credit source: নিজস্ব চিত্র
নয়াদিল্লি: পাকিস্তানের মিথ্যার ঝুড়িতে আবার ফুটো করল ভারত। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তারপরেই সাংবাদিক বৈঠকে বসে প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। এই বৈঠক থেকেই আবার পাকিস্তানের একের পর এক মিথ্যাচার ধরে কাটলেন কর্নেল সোফিয়া কুরেশি।
কী কী মিথ্যাচার ছড়িয়েছে পাকিস্তান?
কর্নেল কুরেশি সাংবাদিকদের জানান, ‘পাকিস্তান দাবি করেছে ওরা ওদের JF-17-এর মাধ্য়মে আমাদের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষয়ক্ষতি চালিয়েছে। কিন্তু গোটা তথ্য়টাই আসলে ভুয়ো।’
পাকিস্তানের দাবি, ওরা আমাদের অ্যামুনেশন ডাম্প, যা চণ্ডীগড়ে রয়েছে সেটাকেও ধ্বংস করে দিয়েছে। কিন্তু এই দাবি অসত্য বলেই জানান কর্নেল কুরেশি।
এমনকি, কোথায় কোথায় ভারতের বিমানঘাঁটি রয়েছে, সেই নিয়েও পাকিস্তান মিথ্যাচার চালাচ্ছে বলেই দাবি করেন কর্নেল।
শুক্রবার, সাংবাদিক বৈঠক থেকে পাকিস্তানের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক হিংসা’ তৈরির চেষ্টা চালানোর অভিযোগ তুলেছিলেন দেশের বিদেশ সচিব। এদিন কর্নেল কুরেশির মুখে শোনা গেল সেই একই প্রসঙ্গ। তাঁর কথায়, ‘ভারতীয় সেনার বিরুদ্ধে মসজিদে হামলা চালানোর অভিযোগ তুলেছে পাকিস্তান। কিন্তু আমরা এটা স্পষ্ট করে দিতে চাই, ভারত সম্পূর্ণ ভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর এই দেশের সেনা সেই সংবিধানেরই একটা প্রতিবিম্ব।’
উল্লেখ্য, গত দুই দিনে পাকিস্তানকে যে নাজেহাল করে তুলেছে ভারতীয় সেনা। সেই কথাটাও সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দেন কর্নেল কুরেশি। তিনি বলেন, ‘আকাশ হোক বা স্থল পথ, পাকিস্তানকে এই কয়েক দিনেই নাজেহাল করে তুলেছে ভারতীয় সেনা। তাদের একাধিক সেনা বিমানঘাঁটিতে ক্ষয়ক্ষতি চালিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখায় থাকা পাকিস্তানি সেনার যে ঘাঁটি ছিল, তাও একেবার শেষ করেছে সেনা। সব শেষে আমি এটাই বলব, ভারতীয় সেনা সম্পূর্ণ ভাবে তৈরি এবং দেশের অখণ্ডতাকে রক্ষায় সর্বদা এগিয়ে রয়েছে।’