
নয়া দিল্লি: পহেলগাঁওয়ে হামলার পর থেকে আরও তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। পড়শি দেশের সঙ্গে ইতিমধ্যেই সব সম্পর্ক ছিন্ন করেছে ভারত। তৈরি হচ্ছে পাল্টা জবাব দেওয়ার জন্যও। এর আগেও নৌ-সেনা যুদ্ধজাহাজ, সাবমেরিন ও ভারতীয় নৌসেনার হেলিকপ্টারের একসঙ্গে ছবি দিয়ে পাকিস্তানকে শক্তি প্রদর্শন করেছিল। বায়ুসেনাও নিজের শক্তি প্রদর্শন করেছে। এরই মধ্যেই জানা যাচ্ছে, রাতের অন্ধকারে বড়সড় সেনা মহড়া করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। রবিবার রাত ৯ টা থেকে এই মহড়া শুরু হবে।
সেনা সূত্রে খবর, ভারত-পাকিস্তান সীমান্তের একদম লাগোয়া ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই সামরিক মহড়া দেবে ভারতীয় সেনাবাহিনী। সম্পূর্ণ অন্ধকার করে দিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় এই মহড়া চালাবে সেনা। মূলত রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে জঙ্গল বা পার্বত্য এলাকায় হামলা করতে হলেই এই ধরনের রাতের অন্ধকারে মহড়া দেয় সামরিক বাহিনী। সেই বিষয়টিকে মাথায় রেখেই এই মহড়ার সিদ্ধান্ত নিল ভারতীয় সেনা। যা বর্তমান আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, ভারত-পাক যুদ্ধের আবহেই ভারতীয় সেনার কাছে চলে এসেছে নতুন মারণাস্ত্র। রুশ নির্মিত ইগলা-এস মিসাইল (Iকেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে সেনার জন্য রাশিয়ার নির্মিত এই এয়ার ডিফেন্স মিসাইলের অর্ডার দেয়। ২৬০ কোটি টাকা ব্যায়ে এই নয়া অস্ত্র হাতে পেয়েছে সেনা। বস্তুত, পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সকলেই পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ‘কাউকে রেয়াত করা হবে না।’ এই বার্তার পর থেকে কূটনৈতিক ভাবে পাকিস্তানকে বয়কট করেছে এ দেশ। সেই আবহের মধ্যে এবার স্থলবাহিনীর এই মহড়া নিতান্তই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।