Space Mission: আগে কোনও ভারতীয় পা রাখেননি, মহাকাশে নতুন ইতিহাস লিখবেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুল্কা
International Space Station: গত ৮ মাস ধরে তিনি নাসা ও বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। মে মাসে তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবেন।

নয়া দিল্লি: মহাকাশ অভিযানে বড় মাইলফলক পার করতে চলেছে ভারত। মহাকাশে পাড়ি দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুল্কা। আগামী মে মাসেই তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় মহাকাশ ও প্রযুক্তি মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই ঘোষণা করে বলেন, “ভারতীয় মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ অভিযান আগামী মাসেই হতে চলেছে। মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে চলেছে ভারত। মহাকাশ গবেষণায় প্রথম সারিতে রয়েছে ইসরো, ভারতীয় মহাকাশকারী ইতিহাস গড়তে চলেছেন। গগনযানের প্রস্তুতির হাত ধরে ভারতের মহাকাশের স্বপ্ন আরও উচ্চতায় পৌছোচ্ছে।”
কে এই শুভ্রাংশু শুল্কা?
ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুল্কাকে এই বিশেষ মহাকাশ অভিযানের জন্য বাছাই করা হয়েছে। তিনিই কনিষ্ঠতম মহাকাশচারী। বিগত ৮ মাস ধরে তিনি নাসা ও বেসরকারি সংস্থা অ্যাক্সিওম স্পেসে প্রশিক্ষণ নিচ্ছেন। মে মাসে তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবেন।
এই প্রাইভেট কমার্শিয়াল মিশনের জন্য ভারত সরকার ৬০ মিলিয়ন ডলার খরচ করেছে। স্পেসএক্স-র ক্রু ড্রাগন ক্যাপসুল ফ্যালকন ৯ রকেটে করে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুল্কা ও চার সদস্য মহাকাশের উদ্দেশে রওনা দেবেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ হবে। গ্রুপ ক্যাপ্টেন শুল্কাই এই মিশনের পাইলট হবেন।
রাকেশ শর্মার মহাকাশ অভিযানের চার দশক পর কোনও ভারতীয় মহাকাশে যাচ্ছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনেও পা রাখা প্রথম ভারতীয় হবেন তিনি।

