নয়া দিল্লি: কর্পস কমান্ডার স্তরে ১৩ দফা বৈঠক হয়ে গিয়েছে। অথচ লাদাখ সমস্যা (Ladakh Issue) এখনও পুরোপুরি মেটেনি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) থেকে সেনা সরাতে বড্ড অনীহা বেজিংয়ের। আর এরই মধ্যে নতুন করে সমস্যা তৈরি করেছে চিন। কয়েকদিন আগেই অরুণাচল প্রদেশ সফরে গিয়েছিলেন দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু (Vice President M Venkaiah Naidu)। কিন্তু এতেও চিনের আপত্তি। চিনের বক্তব্য অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) নাকি আসলে দক্ষিণ তিব্বতের অংশ। চিনের এই দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরেই ভারতীয় কোনও রাজনেতা অথবা সাংবিধানিক প্রধানদের অরুণাচল যাওয়া ভাল চোখে দেখে না বেজিং। তবে চিনের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে দিল্লি।
বিদেশ মন্ত্রক থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ‘অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারতীয় নেতারা ভারতের যে কোনও জায়গায় যেতে পারেন।’ ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি আরও বলেন, “আমরা আগেই উল্লেখ করেছি, ভারত-চীন সীমান্ত বরাবর প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় স্থিতাবস্থা লঙ্ঘনের যে একতরফা চেষ্টা চীন চালিয়ে যাচ্ছে, তা দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী।”
উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু উত্তর-পূর্ব ভারত সফরের অংশ হিসেবে সপ্তাহান্তে অরুণাচল প্রদেশে দুই দিনের সফরে গিয়েছিলেন। শনিবার ইটানগরে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণও দেন। আর এতেই আপত্তি চিনের। সে দেশের গণমাধ্যমে বেঙ্কাইয়া নাইডুর অরুণাচল প্রদেশে সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘বেজিং অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না এবং ভারতীয় নেতাদের এই অঞ্চলে সফরের কঠোর বিরোধিতা করে।’
এর কয়েক ঘণ্টা পরেই ভারতের থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই সফর নিয়ে চিনের আপত্তিকে একেবারেই গুরত্ব দিতে নারাজ এবং জোর দিয়ে বলেন যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।
জানা গিয়েছে, গত সপ্তাহেই অরুণাচল প্রদেশ সীমান্তে রুটিনমাফিক টহলদারির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশের অনেকটা কাছাকাছি এসে পড়ে চিনের লাল ফৌজ। সূত্রের দাবি, ভারতীয় সেনা প্রায় ২০০-র কাছাকাছি চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয়।