Indian Railway: ১৫ মিনিট আগে টিকিট কাটুন, তারপর উঠে পড়ুন! বন্দে ভারতে কীভাবে পাবেন এই বিশেষ সুবিধা?

Vande Bharat Express Ticket: সেই নির্দেশিকায় ভারতীয় রেল জানিয়েছে, শুধুমাত্র বাছাই করা ৮টি বন্দে ভারতের ক্ষেত্রে এই নির্দেশিকা লাগু হবে। যার মাধ্যমে যাত্রী সেই নির্দিষ্ট বন্দে ভারতটি স্টেশনে পৌঁছনোর ১৫ মিনিট আগেও তার সংরক্ষিত টিকিট কাটতে পারবেন। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিতে গেল রেল?

Indian Railway: ১৫ মিনিট আগে টিকিট কাটুন, তারপর উঠে পড়ুন! বন্দে ভারতে কীভাবে পাবেন এই বিশেষ সুবিধা?
বন্দে ভারতImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Aug 04, 2025 | 2:42 PM

নয়াদিল্লি: বন্দে ভারতে চাপবেন ভাবছেন কিন্তু টিকিট সে পাওয়া তো দুষ্কর। তবে এই চিন্তা এখন অতীত। বন্দে ভারতের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল। তারা জানিয়েছে এবার ট্রেনের ওঠার ১৫ মিনিট আগেই টিকিট কাটা যাবে। অবশ্য, সব দূরপাল্লার ট্রেনের জন্য এই নিয়ম নয়, সেটাও স্পষ্ট করেছে রেলমন্ত্রক।

জারি হওয়া সেই নির্দেশিকায় ভারতীয় রেল জানিয়েছে, শুধুমাত্র বাছাই করা ৮টি বন্দে ভারতের ক্ষেত্রে এই নির্দেশিকা লাগু হবে। যার মাধ্যমে যাত্রীরা সেই নির্দিষ্ট বন্দে ভারতটি স্টেশনে পৌঁছনোর ১৫ মিনিট আগেও তার সংরক্ষিত টিকিট কাটতে পারবেন। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিতে গেল রেল? তারা জানিয়েছে, যাত্রীদের টিকিট বুকিংয়ের অভিজ্ঞতাকে আরও ঝঞ্ঝাহীন করতেই এই পদক্ষেপ।

কোন কোন বন্দে ভারতে এই ১৫ মিনিটের নির্ঝঞ্ঝাট টিকিট কাটা যাবে? রেল জানিয়েছে, আপাতত সাউদার্ন রেলওয়ে জোনে চলা ৮টি বন্দে ভারতেই এই সুবিধা পাওয়া যাবে। এদিন ওই জোনের রেল আধিকারিক জানিয়েছেন, “এবার যাত্রীরা ট্রেন স্টেশনে ঢোকার মিনিটখানেক আগেই টিকিট কাটতে পারবেন।”

এত বাড়তি সংরক্ষিত টিকিট মিলবেই বা কীভাবে? যেখানে ১ মাস আগেও টিকিট কেটে অনেক সময় পড়ে থাকতে হয় ওয়েটিংয়ে। তারপর কীভাবে ১৫ মিনিট আগে টিকিট পাওয়া সম্ভব? রেল জানিয়েছে, সেই কথা মাথায় রেখেই ১৫ মিনিট আগে যারা টিকিট কাটবেন তাদের জন্য কারেন্ট বুকিং নামে একটি বিশেষ পরিষেবা শুরু করা হবে। এই কারেন্ট বুকিংয়েই বেশ কয়েকটি আসন সংরক্ষিত থাকবে।