AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eiffel Tower: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর, এবার UPI মাধ্যমেই বুকিং করা যাবে আইফেল টাওয়ারের টিকিট

Eiffel Tower: NPCI-এর তরফে জানানো হয়েছে, NPCI-এর শাখা ইন্টারন্যাশনাল পেমেন্টস (NIPL) ফ্রান্সের ই-কমার্স ও পেমেন্টস সংস্থা Lyra-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই সংস্থা ইউরোপীয় দেশে UPI পেমেন্টকে স্বীকৃতি দিয়েছে। আর এই লেনদেনের শুরু হচ্ছে আইফেল টাওয়ার দিয়ে।

Eiffel Tower: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর, এবার UPI মাধ্যমেই বুকিং করা যাবে আইফেল টাওয়ারের টিকিট
ইউপিআই মাধ্যমে আইফেল টাওয়ারের টিকিট বুকিং হবে।Image Credit: TV9 Bangla
| Updated on: Feb 02, 2024 | 8:41 PM
Share

নয়া দিল্লি: বিশ্বের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম হল প্যারিসের আইফেল টাওয়ার। তবে এটি দেখার জন্য কেবল প্যারিসে পৌঁছলেই চলবে না, বিশ্বের এই উচ্চতম টাওয়ারটি কাছ থেকে দেখার জন্য আগাম টিকিট বুকিং করতে হবে। এবার সেই টিকিট কাটার জন্য ভারতীয় পর্যটকদের আর ঝক্কি পোহাতে হবে না, ফরাসি মুদ্রারও প্রয়োজন নেই। UPI মাধ্যমেই আইফেল টাওয়ারের টিকিট বুকিং করা যাবে। অর্থাৎ ভারতীয় মুদ্রা ‘রুপি’-র মাধ্যমেই লেনদেন সম্ভব। শুক্রবার এই ঘোষণা করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। যদিও প্যারিসে ভারতীয় দূতাবাসে চলতি বছরের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে ইউপিআই চালু করা হয়। ইউপিআই সিস্টেমকে সারা বিশ্বে চালু করার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন, সেটি কার্যকর করার এটা অন্যতম ধাপ।

NPCI-এর তরফে জানানো হয়েছে, NPCI-এর শাখা ইন্টারন্যাশনাল পেমেন্টস (NIPL) ফ্রান্সের ই-কমার্স ও পেমেন্টস সংস্থা Lyra-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। এই সংস্থা ইউরোপীয় দেশে UPI পেমেন্টকে স্বীকৃতি দিয়েছে। আর এই লেনদেনের শুরু হচ্ছে আইফেল টাওয়ার দিয়ে।

NPCI-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় পর্যটকেরা এবার ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে আইফেল টাওয়ার দেখতে যাওয়ার টিকিট বুকিং করতে পারবেন। এর ফলে লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও জটমুক্ত হল। ইউপিআই মাধ্যমে লেনদেন আইফেল টাওয়ার দিয়ে শুরু হলেও আগামী দিনে ইউরোপীয় দেশগুলির অন্যান্য দর্শনীয় স্থানেও প্রযোজ্য হবে বলে NPCI জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে ভারতে এসেছিলেন ফ্রান্স প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রঁ। তাঁকে সঙ্গে নিয়ে জয়পুর পরিদর্শনের সময় একটি চায়ের দোকানে গিয়ে চা খেয়ে ইউপিআই মাধ্যমে বিল মিটিয়ে সিস্টেমটি সম্পর্কে ম্যাক্রঁকে বোঝান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক সপ্তাহের মধ্যেই প্যারিসের আইফেল টাওয়ার দর্শনের টিকিট বুকিংয়ে ইউপিআই মাধ্যমে লেনদেন চালু হল।

গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে গিয়ে ইউপিআই মাধ্যমে লেনদেনের বিষয় চুক্তি স্বাক্ষর করেন। আইফেল টাওয়ারের মাধ্যমে রুপি-তে লেনদেন শুরু হবে বলেও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সেই ঘোষণার ৬ মাসের মধ্যেই ফ্রান্সে আইফেল টাওয়ারের টিকিট বুকিংয়ে ইউপিআই লেনদেন প্রক্রিয়াটি কার্যকর হল।