AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

11 Years of Modi Era: ভারতীয় সংস্কৃতিকে ১১ বছরেই বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন মোদী, প্রমাণ মিলেছে বারবার

11 Years of Modi Era: মন্দির তৈরির পাশাপাশি নজর দেওয়া হয়েছে পুণ্যার্থীদের যাত্রাতেও। দেশের অন্যতম পুণ্যযাত্রা, চার ধাম যাত্রাকে সহজ করার জন্য শুরু হয়েছে চার ধাম হাইওয়ে প্রোজেক্ট। যা দেশের অন্যতম পুণ্য স্থল চার ধামকে জুড়ে দেবে।

11 Years of Modi Era: ভারতীয় সংস্কৃতিকে ১১ বছরেই বিশ্ব দরবারে নিয়ে গিয়েছেন মোদী, প্রমাণ মিলেছে বারবার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
| Updated on: Jun 02, 2025 | 8:39 PM
Share

নয়াদিল্লি: কেটে গিয়েছে ১১টা বছর। আর এই একটা দশকেরও বেশি সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একের পর এক নজির গড়েছে ভারত। কখনও অর্থনৈতিক ক্ষেত্রে, কখনও বা সাংস্কৃতিক পর্যায়ে। কখনও নজির গড়েছে বৈদেশিক বাণিজ্য ও সম্পর্কে, কখনও আবার নজর কেড়েছে নিরাপত্তায়।

সাংস্কৃতিক পর্যায়ে গরিমা বেড়েছে ভারতের। তৈরি হয়েছে কাশী বিশ্বনাথ করিডর, তৈরি হয়েছে রামমন্দির। যা গোটা বিশ্বের বিভি্ন্ন দেশের পর্যটকদের টেনে এনেছে এই দেশে। এই সাংস্কৃতিক বিকাশ যে শুধুই উত্তরপ্রদেশে হয়েছে এমনটা নয়। মধ্যপ্রদেশে উন্নয়ন হয়েছে মহাকালেশ্বর মন্দির। অসমে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে কামাক্ষা মন্দিরে। একই ভাবে উত্তরাখণ্ডে বিশেষ নজর দেওয়া হয়েছে কেদারনাথ মন্দিরে।

মন্দির তৈরির পাশাপাশি নজর দেওয়া হয়েছে পুণ্যার্থীদের যাত্রাতেও। দেশের অন্যতম পুণ্যযাত্রা, চার ধাম যাত্রাকে সহজ করার জন্য শুরু হয়েছে চার ধাম হাইওয়ে প্রোজেক্ট। যা দেশের অন্যতম পুণ্য স্থল চার ধামকে জুড়ে দেবে। একই ভাবে উত্তরাখণ্ডে তৈরি হচ্ছে হেমকুন্দ সাহিব রোপওয়ে। কার্তাপুরে তৈরি হয়েছে কার্তাপুর সাহিব করিডর।

দেশের সাংস্কৃতিক খাতে এই বিপুল বিনিয়োগের কারণে আখেড়ে লাভ হয়েছে ভারতের। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে গোটা দেশে বিদেশি পর্যটকদের আগমনের পরিমাণ ছিল ৯০ লক্ষ। যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৯০ লক্ষ ৬৬ হাজার। এছাড়াও মোদীর হাত ধরে শুরু যোগ ব্যায়াম দিবস পেয়েছে বিশ্বপর্যায়ে খ্যাতি। ২০২৪ সালে উত্তরপ্রদেশে একই সময়ে ২৩ লক্ষের অধিক মানুষ যোগ ব্যায়াম করে তৈরি করেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।