India-Bangladesh: সেভেন সিস্টার্সকে আলাদা করবে? বাংলাদেশি নেতার হুমকির পরই কড়া পদক্ষেপ ভারতের

Seven Sisters of India: বিজয় দিবসের আগের দিন, ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায় সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকি। ইনকিলাব মঞ্চের আয়োজিত মিছিলে হাসনাত বলেন, "ভারতের সব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব।"

India-Bangladesh: সেভেন সিস্টার্সকে আলাদা করবে? বাংলাদেশি নেতার হুমকির পরই কড়া পদক্ষেপ ভারতের
বাংলাদেশের এনসিপি নেতার হুমকির প্রেক্ষিতে হাই কমিশনারকে তলব।Image Credit source: X

|

Dec 17, 2025 | 2:29 PM

নয়া দিল্লি: মুখে বড় বড় বুলি। বিজয় দিবসের আগের দিনই ভারতের সেভেন সিস্টার্স(Seven Sisters)-কে আলাদা করে দেওয়ার হুমকি বাংলাদেশি (Bangladesh) নেতার। চুপ করে থাকল না ভারতও। বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হল বাংলাদেশের হাই কমিশনারকে। ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং দেশ বিরোধী উসকানিমূলক মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

ভারত না থাকলে পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন সম্ভব হত না বাংলাদেশের। এ কথা ভুলতে বসেছে পড়শি দেশ। এর মধ্যেই বাংলাদেশি নেতাদের উসকানিমূলক হুমকি। বিজয় দিবসের আগের দিন, ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায় সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার হুমকি। ইনকিলাব মঞ্চের আয়োজিত মিছিলে হাসনাত বলেন, “ভারতের সব বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেব। যারা শেখ হাসিনাকে আশ্রয়, প্রশ্রয় দিচ্ছে, অর্থ-প্রশিক্ষণ দিচ্ছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে।”

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মন্তব্য। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ এমন হুমকি দিয়েছে একাধিকবার। এমনকী, অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসও সেভেন সিস্টার্স নিয়ে এই ধরনের মন্তব্য় করেছেন। ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে হুমকি দেওয়া হয়েছিল। এবার তার পাল্টা জবাব দিল বিদেশ মন্ত্রক। বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে অশান্তি-আন্দোলনের পরই ভারত সরকার হাই কমিশন থেকে অনেক কর্মীদের সরিয়ে নিয়ে আসে। সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ যখন ভারতের হাই কমিশনারকে তলব করেছিল, তখনও ভারত বিবৃতি দিয়ে বলে, “বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত।”