India’s foreign secretary: এই প্রথম বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের, ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব

India's foreign secretary: বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন ইউনূস প্রশাসনের পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন। বুধবার (৪ ডিসেম্বর) তিনি বলেন, "বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।"

India's foreign secretary: এই প্রথম বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের, ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব
ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2024 | 6:52 PM

নয়াদিল্লি ও ঢাকা: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপারের দেশে হিন্দু-সহ সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছেন। সেদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা পাঠিয়েছে ভারত। এবার বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ১০ ডিসেম্বর তিনি ঢাকা যেতে পারেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম ভারতের কোনও পদস্থ আধিকারিক সেদেশে পা রাখবেন।

ভারতের তরফে সরকারিভাবে এই নিয়ে এখনও কোনও ঘোষণা হয়নি। তবে বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের কথা জানিয়েছেন ইউনূস প্রশাসনের পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হো‌সেন। বুধবার (৪ ডিসেম্বর) তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।” ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের বিদেশ সচিব।

বাংলাদেশে হিন্দুদের উপর হামলা এবং চিন্ময় দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা দিচ্ছে ভারত। তাতে বিশেষ কোনও হেলদোল দেখা যায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ভারত যখন বাংলাদেশের হাইকমিশন ও ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করেছে। তখন বাংলাদেশের তরফে তেমন কোনও উদ্যোগ দেখা যায়নি।

এই খবরটিও পড়ুন

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় তৎক্ষণাৎ পদক্ষেপ করেছে ভারত। ঘটনায় দুঃখপ্রকাশও করেছে। তারপর বার্তা পাঠায় বাংলাদেশ। ওই ঘটনায় ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই আবহে বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব।