AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISRO Satellite Launch: তৃতীয় ধাপে এসে ‘মিস’, ১০১তম স্যাটেলাইট লঞ্চে খারাপ খবর শোনাল ISRO

ISRO Satellite Launch: ১৭১০ কেজির এই স্যাটেলাইট উচ্চ রেজুলিউশনের ছবি ও তথ্য লাগাতার পাঠাতে পারত মহাকাশ থেকে। ৫ বছর জীবনকাল ছিল এই স্যাটেলাইটের। 

ISRO Satellite Launch: তৃতীয় ধাপে এসে 'মিস', ১০১তম স্যাটেলাইট লঞ্চে খারাপ খবর শোনাল ISRO
ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণ।Image Credit: ANI
| Updated on: May 18, 2025 | 7:22 AM
Share

শ্রীহরিকোটা: মহাকাশে আবার নিজের দাপট দেখাত ভারত। একটুর জন্য তা ‘মিস’ হল। রবিবারের ভোরে ইসরো উৎক্ষেপণ করে নয়া স্যাটেলাইট, ইওএস-০৯ (EOS-09)। কিন্তু তৃতীয় ধাপে এসে গোলযোগ হয়। অল্পের জন্য লক্ষ্য মিস হয়। নির্দিষ্ট কক্ষপথে পৌছতে পারেনি এই উপগ্রহ। এটি ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান ছিল। সফল হলে, দেশের প্রতিরক্ষা থেকে জলবায়ু পরিবর্তন- একাধিক কাজে সাহায্য করত এই স্যাটেলাইট।

এ দিন ভোর ৫ টা ৫৯ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট ইওএস-০৯ উৎক্ষেপণ করে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল  (PSLV-C61)-র সাহায্যে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়।

ইসরোর প্রধান ভি নারায়ণন বলেন, “আজ আমরা পিএসএলভি-সি৬১ লঞ্চের চেষ্টা করেছিলাম। এটি স্টেজ-৪ ভেহিকল ছিল। প্রথম দুটি ধাপ ভালভাবে উত্তীর্ণ হলেও, তৃতীয় ধাপে সমস্যা হয়। এই মিশন সম্পূর্ণ করা গেল না।”

১৭১০ কেজির এই স্যাটেলাইট এবার থেকে উচ্চ রেজুলিউশনের ছবি ও তথ্য লাগাতার পাঠাতে পারত মহাকাশ থেকে। ৫ বছর জীবনকাল ছিল এই স্যাটেলাইটের।  এর অন্যতম বিশেষত্বই হল মহাকাশ থেকে পৃথিবীর সুস্পষ্ট ছবি পাঠানো । তা সে যেমনই আবহাওয়া হোক না কেন। দিন ও রাতের স্পষ্ট ছবি পাওয়া যেত। ২৪/৭ নজরদারি থাকত এই স্যাটেলাইটের। বিপর্যয় মোকাবিলা থেকে কৃষিকাজ, শহরাঞ্চল পরিকল্পনা, এমনকী জাতীয় নিরাপত্তার কাজেও লাগানো যেত এই স্যাটেলাইট।

বর্তমান পরিস্থিতিতে যেখানে ভারতের পড়শি দেশগুলিকে নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে সীমান্তে নজরদারিতে এই স্যাটেলাইট বিশেষ সাহায্য করত। অনুপ্রবেশ রুখতে এবং সন্ত্রাস দমন অভিযানেও সুবিধা হত এই স্যাটেলাইটের দৌলতে। দ্রুত স্যাটেলাইট ছবি ও তথ্য পাঠানোয় বন্যা, ঘূর্ণিঝড়, ধসের সময় উদ্ধারকাজেও সাহায্য হত।