Chandrayaan-3: বিদেশের সংবাদপত্রের শিরোনামে চন্দ্রযান-৩-র জয়জয়কার, ব্রাজিলের প্রেসিডেন্টকে খবর পড়ালেন নমো

PM Narendra Modi: বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর তাঁর টুইটার হ্যান্ডেলে একটি অভাবনীয় ছবি তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, জোহানেসবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংবাদপত্র হাতে নিয়ে দেখছেন এবং সেটিতে নদর রাখছেন ব্রাজিলের প্রেসিডেন্টও।

Chandrayaan-3: বিদেশের সংবাদপত্রের শিরোনামে চন্দ্রযান-৩-র জয়জয়কার, ব্রাজিলের প্রেসিডেন্টকে খবর পড়ালেন নমো
দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়জয়কার, চোখ রেখেছেন মোদী ও ব্রাজিলের প্রেসিডেন্ট।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 6:59 PM

নয়া দিল্লি: চন্দ্রযান-৩ (Chandrayaan-3)-র সাফল্য বিশ্বের দরবারে ভারতকে এক নয়া উচ্চতায় আসীন করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বকেও গৌরবান্বিত করেছে। আর এই গৌরব কেবল দেশের মধ্যে নয়, বিদেশের সংবাদমাধ্যমগুলিতেও প্রতিভাস হয়ে উঠেছে। বলা যায়, বিদেশের সংবাদমাধ্যমগুলিতেও নরেন্দ্র মোদীর জয়জয়কার করা হয়েছে। বিদেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘দ্য স্টার’ প্রথম পাতার সংবাদ শিরোনামেই সেটা স্পষ্ট। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং ব্রাজিলের প্রেসিডেন্ট (Brazil President) লুইজ ইনাসিও লুলা দে সিলভা একসঙ্গে সেই সংবাদে চোখ রেখেছেন। সেই মুহূর্তের ছবি টুইটারে তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।

টুইট-পোস্টে কী তুলে ধরেছেন বিদেশমন্ত্রী?

বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর তাঁর টুইটার হ্যান্ডেলে একটি অভাবনীয় ছবি তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, জোহানেসবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংবাদপত্র হাতে নিয়ে দেখছেন। সেটির শিরোনামে ‘চন্দ্রযান-৩’ -এর সাফল্যের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর কথা তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দে সিলভা সেই সংবাদে চোখ রেখেছেন। এই ছবিটির শিরোনামে বিদেশমন্ত্রী লিখেছেন, ‘আজ সকালে ব্রিকস সম্মেলনে।’

‘দ্য স্টার’ সংবাদপত্রের প্রথম পাতার শিরোনামে ঠিক কী লেখা রয়েছে?

বিদেশের খ্যাতনামা সংবাদপত্র ‘দ্য স্টার’-এর প্রথম পাতার শিরোনামে লেখা রয়েছে, ‘বিশ্বের বাইরে গেলেন প্রধানমন্ত্রী মোদী।’ ‘চন্দ্রযান-৩’-এর সাফল্য তুলে ধরেই সংবাদটি করা হয়েছে এবং সেই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদীর কৃতিত্ব তুলে ধরে এই শিরোনাম। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে এখন বিশ্বের বাইরে মহাকাশে পা রেখেছেন, সেটাই তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে অবসরণ করে ইসরো-র চন্দ্রযান-৩। আর ,সঙ্গেই বিশ্বের চতুর্থ দেশে হিসাবে চাঁদে মহাকাশযান পাঠানোর তকমা পায় ভারত। সেই ঐতিহাসিক মুহূর্তে জোহানেসবার্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিকস সম্মেলনে যোগ দিতেই মঙ্গলবার জোহানেসবার্গ পৌঁছন তিনি। তবে সেখান থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের এই সাফল্যে অনেক দেশই উচ্ছ্বাস প্রকাশ করেছে। ঐতিহাসিক এই সাফল্যের পর ভিডিয়ো কনফারেন্সে বক্তৃতায় ইসরোকে অভিনন্দন জানান তিনি। এটা অমৃতকালের সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করেছেন তিনি। তারপর ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃত্বা দেওয়ার সময় ব্রিকস মহাকাশ অনুসন্ধান কনসোর্টিয়াম প্রতিষ্ঠার পরামর্শ দেন প্রধানমন্ত্রী মোদী।

Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা