Bangladesh Attack on Hindu: আর কত? চট্টগ্রামে হিন্দুদের উপরে হামলা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা মোদী সরকারের

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 08, 2024 | 12:27 PM

Bangladesh: বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা করেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের কারণেই এই অশান্তির সৃষ্টি হয়েছিল।

Bangladesh Attack on Hindu: আর কত? চট্টগ্রামে হিন্দুদের উপরে হামলা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা মোদী সরকারের
বাংলাদেশের হিন্দুদের উপরে হামলা নিয়ে উদ্বিগ্ন মোদী সরকার।
Image Credit source: Getty Image

Follow Us

ঢাকা: বাংলাদেশে আবারও আক্রান্ত হিন্দুরা। চট্টগ্রামে হিন্দুদের উপরে মিলিতভাবে হামলার অভিযোগ পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই অত্যাচারের ভিডিয়ো। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার। হিন্দুদের উপরে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ করার আর্জি জানাল সরকার। একইসঙ্গে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের চট্টগ্রামে হিন্দুদের উপরে নৃশংস হামলার তীব্র নিন্দা করেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের কারণেই এই অশান্তির সৃষ্টি হয়েছিল।

হিন্দুদের উপরে এই হামলার ঘটনায় ‘চরমপন্থী’দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। বাংলাদেশে হিন্দুদের যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই বিষয়েও আর্জি জানানো হয়েছে পড়শি দেশের অন্তর্বর্তী সরকারের কাছে।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট গণআন্দোলনের মুখে পড়ে পতন হয় হাসিনা সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। দেশে এই পালাবদলের পরই হামলার মুখে পড়ছে সংখ্যালঘু হিন্দুরা। খুন, লুঠপাট, ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে। এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

Next Article
Salman Khan: ‘যদি সাহস থাকে….’ আবার লরেন্সের থেকে এল হুমকি, এবার কী করবেন সলমন?
Supreme Court on AMU Minority Status: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ‘সংখ্যালঘু’ তকমার পক্ষেই রায় সুপ্রিম কোর্টের