AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিচ্ছু বলা যাচ্ছে না, IndiGo, Air India, SpiceJet-সবাই জারি করল সতর্কতা, বিমানযাত্রীরা প্রস্তুত থাকুন…

Airlines Advisory: এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে জানিয়েছে, যাদের ওই অঞ্চলের (ইরান) উপর দিয়ে যাত্রাপথ, তারা সম্ভাব্য দেরি বা ফ্লাইট ডিলে-র মুখে পড়তে পারেন।  যদি কোনও বিমানের রি-রুট অর্থাৎ অন্য রুট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই বিমান বাতিল করতে হবে।

কিচ্ছু বলা যাচ্ছে না, IndiGo, Air India, SpiceJet-সবাই জারি করল সতর্কতা, বিমানযাত্রীরা প্রস্তুত থাকুন...
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Jan 15, 2026 | 10:36 AM
Share

নয়া দিল্লি: কঠিন পরিস্থিতি, চারিদিকে যুদ্ধ যুদ্ধ আবহ। যে কোনও মুহূর্তেই আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত শুরু হতে পারে। ইতিমধ্যেই ইরান নিজের এয়ারস্পেস বন্ধ করে দিয়েছে। এয়ারস্পেস বন্ধ হওয়ার আগে শেষ একটি ইন্ডিগোর বিমানই উড়ে এসেছে ইরানের উপর দিয়ে। এবার আকাশসীমা বন্ধ হতেই একে একে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো এয়ারলাইন্সগুলি অ্যাডভাইসরি জারি করল।

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট সংস্থা আজ, বৃহস্পতিবার জানিয়েছে যে ইরানের এয়ারস্পেস বন্ধ হয়ে যাওয়ায় তাদের আন্তর্জাতিক বিমান চলাচলে প্রভাব পড়বে। বিমানের রুট ঘুরিয়ে দেওয়ার কারণে কিছু বিমান দেরিতে চলাচল করবে। কিছু বিমান বাতিলও করতে হয়েছে।

জানা গিয়েছে, ইরানের হঠাৎ এয়ারস্পেস বন্ধ করার আগে ইন্ডিগোর একটি বিমান শেষ উড়েছে। জর্জিয়া থেকে দিল্লি আসছিল বিমানটি। ফ্লাইটর‌্যাডার২৪-র তথ্য় অনুযায়ী, বুধবার সকাল ১১টা ২৯ মিনিট নাগাদ জর্জিয়ার তাবিলিসি থেকে রওনা দেয় ইন্ডিগোর 6E1808 । দিল্লিতে আজ, বৃহস্পতিবার সকাল ৭ টা ৩ মিনিট নাগাদ অবতরণ করে। ইরানের আকাশের উপর দিয়ে রাত ২টো ৩৫ মিনিট নাগাদ উড়ে গিয়েছিল।

এয়ার ইন্ডিয়ার তরফে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে জানিয়েছে, যাদের ওই অঞ্চলের (ইরান) উপর দিয়ে যাত্রাপথ, তারা সম্ভাব্য দেরি বা ফ্লাইট ডিলে-র মুখে পড়তে পারেন।  যদি কোনও বিমানের রি-রুট অর্থাৎ অন্য রুট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই বিমান বাতিল করতে হবে। ইরানের জরুরি অবস্থার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যাত্রীদের সেই কারণে বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের স্টেটাস চেক করতে বলা হয়েছে।

ইন্ডিগো-ও জানিয়েছে, ইরান হঠাৎ এয়ারস্পেস বন্ধ করে দেওয়ায় তাদের আন্তর্জাতিক কিছু বিমান প্রভাবিত হতে পারে। পরিস্থিতি সামাল দিতে এবং বিকল্প রুটের ব্যবস্থা করতে ক্রমাগত কাজ করা হচ্ছে।