আমার কাছে নাম আছে, সিলড কভারে জমা দেব: ইন্দিরা জয়সিং

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 30, 2024 | 5:46 PM

RG Kar Case: 'যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনও পর্যন্ত আরজিকরের কর্তৃপক্ষের পদ মর্যাদায় রয়েছেন। যতক্ষণ তাঁরা আছেন ততক্ষণ ভয়-ভীতি ছাড়া কীভাবে কাজ করা সম্ভব?' প্রশ্ন তুললেন আইনজীবী ইন্দিরা জয়সিং।

আমার কাছে নাম আছে, সিলড কভারে জমা দেব: ইন্দিরা জয়সিং
আজ সুপ্রিম শুনানি

Follow Us

নয়া দিল্লি: ক্রাইম সিনে কারা ছিলেন, সেই নাম আছে বলে এদিন আদালতে দাবি করলেন জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি দাবি করেন, সব নাম মুখবন্ধ খামে আদালতে জমা দিতে চান তিনি। পাশাপাশি, আইনজীবীর বক্তব্য, যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁরা এখনও আরজি করের পদে রয়েছেন, দায়িত্বও পালন করছেন। তাঁদের অবিলম্বে সাসপেন্ড করার আবেদন জানান আইনজীবী জয়সিং।

আইনজীবীর দাবি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনও পর্যন্ত আরজিকরের কর্তৃপক্ষের পদ মর্যাদায় রয়েছেন। যতক্ষণ তাঁরা আছেন ততক্ষণ ভয়-ভীতি ছাড়া কীভাবে কাজ করা সম্ভব?

চিকিৎসকদের পক্ষের আইনজীবী করুণা নন্দীও বলেন, “সিবিআই-এর রিট পিটিশনে যাদের নাম উল্লেখ রয়েছে, তারা অনেকেই ক্রাইম সিনে ছিলেন। এদের অনেকেই এখনও পর্যন্ত ক্ষমতায় আছেন। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে এদের সাসপেন্ড করা উচিত।”

প্রধান বিচারপতি জানতে চান, তারা কারা? সুপ্রিম কোর্টের নির্দেশ, অভিযুক্তদের সাসপেন্ড করা হবে, নাকি ছুটিতে পাঠানো হবে, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

এদিকে, হাসপাতালের পরিকাঠামোগত কাজে এত দেরী হচ্ছে, কেন সেই প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্যকে আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য। ৩১ অক্টোবরের মধ্যে সব কাজ শেষ হবে বলে জানানো হয়েছে।

Next Article