Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ছাড়িয়েছে ১৭০০, পাক সীমান্তে ১২৮, জানাল কেন্দ্র

Bangladesh Border: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক মঙ্গলবার জানিয়েছেন, পাকিস্তানের থেকে বেশি অনুপ্রবেশ হয়েছে বাংলাদেশ সীমান্ত দিয়ে।

Bangladesh Border: বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ছাড়িয়েছে ১৭০০, পাক সীমান্তে ১২৮, জানাল কেন্দ্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2021 | 8:52 AM

নয়া দিল্লি : বাংলাদেশ সীমান্তে অনুপ্রেবেশের ঘটনা নতুন নয়। আগেও বারবার এ বিষয়ে সতর্ক করেছে কেন্দ্র। এবার কেন্দ্রীয় সরকারের তরফে যে পরিসংখ্যান দেওয়া হল, তাতে দেখা যাচ্ছে, পাক সীমান্তের থেকে কয়েক গুণ বেশি অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার সংসদের শীতকালিন অধিবেশনে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মঙ্গলবার লোকসভায় জানিয়েছেন, গত তিন বছরে পাকিস্তান সীমান্ত দিয়ে ১২৮ টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনা ১,৭৮৭ টি, নেপাল সীমান্ত দিয়ে ২৫ টি এবং মায়ানমার সীমান্ত দিয়ে ১৩৩ টি।

মঙ্গলবার লোকসভায়, লোক জনশক্তি পার্টির সাংসদ চিরাগ পাসোয়ান এই বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চেয়েছিলেন, গত তিন বছরে সীমান্ত দিয়ে কতগুলি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে ভারতে। সেই প্রশ্নের ভিত্তিতে লিখিত জবাবে পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি যা পরিসংখ্যান দিয়েছেন তাতে, বাংলাদেশ সীমান্তে অনুপ্রেবেশের ঘটনা অনেক বেশি।

নিশীথ প্রামাণিক আরও জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ রুখতে সজাগ রয়েছে বিএসএফ। আইন অনুযায়ী, পুলিশ, সরকারি বিভিন্ন এজেন্সি এবং রাজ্য সরকারের সঙ্গে বিষয়টির উপর নজর রেখেছে সীমান্ত রক্ষী বাহিনী। সেইসঙ্গে অনুপ্রবেশে লাগাম টানতে আন্তর্জাতিক সীমান্তে বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছে তিনি। মন্ত্রী উল্লেখ করেন, সীমান্তে কাঁটাতার দেওয়া, আলো লাগানো, টহলদারির মতো ব্যবস্থাও করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি ইস্যুতে সামনে এসেছে কেন্দ্র- রাজ্য সংঘাত। এই ইস্যুতে শীতকালীন অধিবেশনের শুরুতেই মুখ খুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছে, সীমান্ত পেরিয়ে যে সব অপরাধ চলে, তা এবার বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি হওয়ায় নিয়ন্ত্রণে আসবে। রাজ্য পুলিশের সহযোগিতাতেই বিএসএফ কাজ করবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

তৃণমূল সাংসদ সাজদা আহমেদ এই বিষয়ে সংসদে প্রশ্ন করেছিলেন। তিনি প্রশ্ন করেন গত ১১ অক্টেবর কেন্দ্রের তরফে এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তা সরকার প্রত্যাহার করার চিন্তা ভাবনা করছে কি না। সেই প্রশ্নের জবাবেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, যে সীমান্ত পার করে যে ধরনের অপরাধের ঘটনা ঘটেছে, তা বিএসএফের এক্তিয়ার বাড়ার ফলে নিয়ন্ত্রণে আসবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার বিএসএফের এলাকাবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, তা আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপরে আঘাত, এই মর্মেই সরকারি প্রস্তাব আনা হয়েছিল রাজ্য়ের বিধানসভায়। এই ইস্যুতে বিধানসভায় সরব হন উদয়ন গুহ, তাপস রায় সহ তৃণমূল বিধায়কেরা।

তৃণমূলের দাবি, রাজ্যের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই রাজ্যের সীমান্তে নজরদারি চালানোর লক্ষ্য়ে বিএসএফ-এর এলাকা ১৫ থেকে ৫০ কিলোমিটার করা হয়েছে।

আরও পড়ুন : Missile Test by DRDO: মাথার ওপর শত্রু হাজির হলেই রণতরী থেকে উৎক্ষেপণ করা হবে এই মিসাইল, শক্তি বাড়ল নৌবাহিনীর