অনুপ্রবেশের অপেক্ষায় ১০০-রও বেশি জঙ্গি! পহেলগাঁওয়ের ধাঁচেই হামলার ছক পুলিশ-রেলের উপরে, খবর গোয়েন্দা সূত্রে
J&K Terror Plan: গোয়েন্দাদের এই দাবি যে মিথ্যা নয়, তার প্রমাণ মিলেছে হাতেনাতেই। পহেলগাঁও হামলার ঠিক পরেই জম্মু-কাশ্মীরের উরি সেক্টর দিয়ে ২ পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা প্রতিহত করেছে ভারতীয় সেনা।

নয়া দিল্লি: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। আর এই হামলার পিছনে রয়েছে পাকিস্তানের হাত। পাকিস্তান যতই অস্বীকার করুক, প্রমাণ স্পষ্ট। এবার আরও ভয়ঙ্কর তথ্য সামনে এল। পহেলগাঁওয়ের ধাঁচে ভারতে আরও জঙ্গি হামলার পরিকল্পনা করছে পাকিস্তান। গোয়েন্দা রিপোর্টে তেমনটাই খবর।
সূত্রের খবর, পাকিস্তান ফের জঙ্গি হামলার ছক কষছে। পাক অধিকৃত কাশ্মীরে প্রস্তুত রাখা আছে ৪০টিরও বেশি লঞ্চ প্যাড। সেখান দিয়ে অনুপ্রবেশের অপেক্ষায় ১০০-রও বেশি জঙ্গি।
আরও জানা গিয়েছে, এই জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মতো জঙ্গি সংগঠন। সুযোগ পেলেই ভারতে অনুপ্রবেশ করবে এই জঙ্গিরা। সূত্রের খবর, এই হামলার ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
গোয়েন্দাদের এই দাবি যে মিথ্যা নয়, তার প্রমাণ মিলেছে হাতেনাতেই। পহেলগাঁও হামলার ঠিক পরেই জম্মু-কাশ্মীরের উরি সেক্টর দিয়ে ২ পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করেছিল, যা প্রতিহত করেছে ভারতীয় সেনা।
গোয়েন্দা রিপোর্টে জানা গিয়েছে, মূলত শ্রীনগর ও গান্দেলবালকে নিশানা করছে জঙ্গিরা। এরা পুলিশ, কাশ্মীরী পণ্ডিত ও পরিযায়ী শ্রমিকদের উপরে হামলা চালাতে পারে। বড় নাশকতার ছক কষছে রেল নিয়ে। এই তথ্য জানার পরই জম্মু-কাশ্মীর জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, আরপিএফ বাহিনীর সূত্রে খবর, নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের বাসিন্দা নন, এমন মানুষদের আক্রমণ করা হতে পারে। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ বলেন যে ভারত সরকার, প্রতিরক্ষা মন্ত্রককে এই বিষয়ে সচেতন করা হয়েছে।

