Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় খবর, ৩০ ডিসেম্বর থেকে ৫০০ ট্রেনে আবারও শুরু হবে খাওয়া দাওয়ার সুবিধা

TV9 Bangla Digital | Edited By: TV9 Bangla

Mar 10, 2023 | 4:52 PM

Indian Railways: টিভি৯ ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আইআরসিটিসির এক আধিকারীক জানিয়েছেন ৩০ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ৫০০টিরও বেশি ট্রেনে রেডিমেড খাবার বেচা শুরু করা হবে।

Indian Railways: রেলযাত্রীদের জন্য বড় খবর, ৩০ ডিসেম্বর থেকে ৫০০ ট্রেনে আবারও শুরু হবে খাওয়া দাওয়ার সুবিধা
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: ভারতে করোনার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে ভারতীয় রেলওয়ে আগের মতোই ছন্দে ফেরার প্রচেষ্টা করছে। প্রসঙ্গত কোভিড-১৯ চলাকালীন IRCTC ট্রেনে প্রায় দু বছর ধরে রেডিমেড খাবার বিক্রি বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারা এখন দ্রুতই আবারও এই পরিষেবা শুরু করতে চলেছে। টিভি৯ ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আইআরসিটিসির এক আধিকারীক জানিয়েছেন ৩০ ডিসেম্বরের মধ্যে দেশজুড়ে ৫০০টিরও বেশি ট্রেনে রেডিমেড খাবার বেচা শুরু করা হবে।

টিভি৯ ভারতবর্ষের কাছে বর্তমানে ৯৫টি ট্রেনের তালিকা রয়েছে, যেগুলিতে আইআরসিটিসি প্যান্ট্রি পরিষেবা শুরুও করে দিয়েছে। আপনাদের সুবিধার্থে এই তালিকায় থাকা হাওড়া শিয়ালদহ ডিভিশন থেকে ছাড়া গাড়ির নম্বর, গাড়ির নাম, শ্রেণি, ঠিকেদারের নাম দেওয়া হচ্ছে। আইআরসিটিসি জানিয়েছে যে ট্রেনের সম্পূর্ণ তালিকা বিকেলের মধ্যে চলে আসবে।

এই ৯৪টি ট্রেনে প্যান্ট্রি পরিষেবা শুরু হয়েছে

১২০৮৩-৮৪ জন শতাব্দী এক্সপ্রেস জন শতাব্দি আরেনকো ক্যাটারিং এসজেড এসআর
১২০৭৫-৭৬ জন শতাব্দী এক্সপ্রেস জন শতাব্দি আরেনকো ক্যাটারিং এসজেড এসআর
১২০৩৩-৩৪ শতাব্দী এক্সপ্রেস  শতাব্দি ব্র্যান্ডাভান খাদ্য পণ্য এনজেড এনসিআর
১২৭০৩-০৪ ফলকনুমা এক্সপ্রেস M/Exp অম্বুজ হোটেল ও রিয়েল এস্টেট লি. এসবিএস এসসিআর
১২৩২১-২২ হাওড়া মুম্বাই মেইল M/Exp আর কে অ্যাসোসিয়েটস অ্যান্ড হোটেলিয়ার্স প্রা. লিমিটেড ইজেড ইআর
১২০২১-২২ জন শতাব্দী এক্সপ্রেস জন শতাব্দি ফুড ওয়ার্ল্ড ইজেড এসইআর
১২৮৪১-৪২ করোমন্ডল এক্সপ্রেস M/Exp আরেনকো ক্যাটারিং ইজেড এসইআর
১২৮৬৩-৬৪ হাওড়া ওয়াইপিআর এক্সপ্রেস M/Exp এএস সেলস কর্পোরেশন ইজেড এসইআর
১২৮০৯-১০ হাওড়া মেল M/Exp এএস সেলস কর্পোরেশন ইজেড এসইআর
১০ ১২৮৩৯-৪০ হাওড়া চেন্নাই মেল M/Exp সত্যম ক্যাটারার্স প্রাইভেট লিমিটেড লিমিটেড এসজেড এসইআর
১১ ১২১০১-০২/
১২১৫১-৫২/
২২১০৩-০৪
জনেশ্বরী এক্সপ্রেস / সমরাস্তা এক্সপ্রেস / এলটিটি-এফডি এক্সপ্রেস M/Exp RK Associates & Hoteliers Pvt. লিমিটেড ডব্লিউ জেড সিআর
১২ ১২৮৬৯-৭০ হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস M/Exp এক্সপ্রেস ফুড সার্ভিসেস ইজেড আইএস
১৩ ২২৮১১-১২/২২৮২৩-২৪/২০৮১৭-১৮ রাজধানী এক্সপ্রেস রাজ। RK Associates & Hoteliers Pvt. লিমিটেড এসসিজেড ইকোআর
১৪ ১২০১৭-১৮ এনডিএলএস দেরাদুন শতাব্দী সিএসটি ডুন’স ক্যাটারার্স এনজেড এনআর

জানিয়ে দেওয়া যাক যে সাধারণ দিনে, IRCTC  দেশেজুড়ে চলা ট্রেনগুলিতে প্রতিদিন লক্ষাধিক প্লেট খাবার পরিবেশন করত, যার মাধ্যমে IRCTC প্রচুর মুনাফাও অর্জন করেছিল। কিন্তু, করোনার কারণে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর IRCTC বড় ক্ষতির মুখে পড়েছে। এখন মনে করা হচ্ছে ট্রেনে প্যান্ট্রি পরিষেবা চালু হওয়ার পর IRCTC-এর আয় আবারও বাড়বে।

আরও পড়ুন: Farmer Protest ends: ১৫ মাসের আন্দোলনে ইতি, কেন্দ্রের আশ্বাসে দিল্লি সীমান্ত ফাঁকা করতে উদ্যোগী কৃষকরা

Next Article