AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway Act: বাবা-দাদা রেলকর্মী হলে কি সত্যিই ফ্রি-তে ট্রেনে ওঠা যায়?

Railway Rules: সাধারণত রেলকর্মীদের পদ ও কাজের সময়ের উপর ভিত্তি করে প্রিভিলেজ টিকিট দেওয়া হয়। সেটা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মীরাই ব্যবহার করতে পারেন, তাঁদের পরিবারের কোনও সদস্য পান না। কেউ যদি ওই পাস বেআইনিভাবে ব্যবহার করে যাতায়াতের চেষ্টা করে, তাহলে তার শাস্তিও হতে পারে।

Railway Act: বাবা-দাদা রেলকর্মী হলে কি সত্যিই ফ্রি-তে ট্রেনে ওঠা যায়?
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Oct 13, 2025 | 10:16 PM
Share

নয়া দিল্লি: অনেক সময়ই অভিযোগ ওঠে, রেলকর্মীর পরিবার বলে পরিচয় দিয়ে বিনা টিকিটে যাতায়াত করার চেষ্টা করে থাকেন অনেক যাত্রী। তবে সত্যিই কি একজন লোকো পাইলটের পরিবার বিনামূল্যে ট্রেনে যাত্রা করতে পারে?

রেলের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র একজন রেলকর্মী বা অবসরপ্রাপ্ত রেলকর্মীই বিনা টিকিটে যাতায়াত করতে পারেন। একজন লোকো পাইলট বা কোনও রেলকর্মীর পরিবারের সদস্যরা তখনই ট্রেনে টিকিট ছাড়া যাতায়াত করতে পারেন, যখন ওই কর্মী অথরাইজ করেন। অর্থাৎ শুধুমাত্র কোনও কর্মী বা পাইলটের ভাই, বোন বা আত্মীয় হলেই ফ্রি-তে ট্রেনে ওঠা যায় না। সে ক্ষেত্রে ফাইনও নেওয়া হতে পারে।

সাধারণত রেলকর্মীদের পদ ও কাজের সময়ের উপর ভিত্তি করে প্রিভিলেজ টিকিট দেওয়া হয়। সেটা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মীরাই ব্যবহার করতে পারেন, তাঁদের পরিবারের কোনও সদস্য পান না। কেউ যদি ওই পাস বেআইনিভাবে ব্যবহার করে যাতায়াতের চেষ্টা করে, তাহলে তার শাস্তিও হতে পারে।

রেলের কোনও কর্মীর পরিবারের সদস্য যদি বিনা টিকিটে ট্রেনে ওঠেন, তাহলে রেলওয়ে অ্যাক্টের ১৩৭ ও ১৩৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে শুধু জরিমানা নয়, জেল পর্যন্ত হতে পারে। সাম্প্রতিককালে এমন অনেক ঘটনাই ঘটেছে, যেখানে দেখা গিয়েছে, যাত্রী বলছেন, – ‘আমার ভাই লোকো পাইলট’ বা ‘আমার বাবা রেলে কাজ করে’। কিন্তু টিটিই যখন তাঁদের ধরে জিজ্ঞাসাবাদ করেছে, তখন দেখা গিয়েছে, তাঁরা কোনও প্রমাণ দেখাতে পারেননি। অর্থাৎ সব আত্মীয়তা কোনও পাশ নয়। সেটা নিয়ে যাতায়াতও করা যায় না।