
মুম্বই: রতন টাটা। তাঁর নামই ঐতিহ্য-আভিজাত্য। জামসেদজি টাটার হাত ধরে পথ চলা শুরু হয়েছিল টাটা গ্রুপের। বিশ্বে তার পরিচিতি তৈরি করেছিলেন রতন টাটা। স্টিল থেকে শুরু করে গাড়ি, সফটওয়্যার, রিটেল- সর্বক্ষেত্রেই টাটা গ্রুপের অবাধ বিচরণ। রতন টাটার প্রয়াণের পর টাটা গ্রুপের দায়িত্বভার পেয়েছেন নোয়েল টাটা। তবে ব্যক্তিগত সম্পত্তির ভাগ আগেই করে গিয়েছেন রতন টাটা। তাঁর অবর্তমানে কে, কী পাবেন, সব লিখে গিয়েছেন। বাড়ির পরিচারক থেকে পোষ্য কুকুর- কাউকেই বাদ দেননি। রতন টাটার পর তাঁর বাড়িতে কে থাকবেন, জানেন?
মুম্বইয়ের কোলাবায় ‘হালেকাই’ বাংলোয় থাকতেন রতন টাটা। শেষ জীবন অবধি তিনি এখানেই থেকেছেন। চারতলা এই বাংলোবাড়িই এখন চর্চায়। তার এই বাড়ির মালিকানা কার হাতে থাকবে, তা নিয়েই প্রশ্ন। ১৩ হাজার ৩৫০ স্কোয়ারফুটের বিশাল বাংলো এটি। ২০১২ সালে টাটা সন্স থেকে অবসর গ্রহণের পর ‘হালেকাই’ বাংলোয় থাকতে শুরু করেন রতন টাটা। তিনি নিজেই এই বাড়ির ইন্টেরিয়র করেছিলেন। তার প্রয়াণের পর থেকে এই বাংলো ফাঁকাই পড়ে রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, রতন টাটার পর এই বাড়িতে থাকতে পারেন তাঁর সৎ ভাই নোয়েল টাটা। বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যানও তিনি। সূত্রের খবর, নোয়েল টাটা তাঁর পরিবার নিয়ে এই বাংলোয় স্থানান্তরিত হতে পারেন। তবে অপর একটি সূত্রে দাবি, নোয়েল টাটা উইন্ডমেরেই থাকতে পারেন।
প্রসঙ্গত, রতন টাটার এই বাড়ি ছাড়াও মুম্বইয়ের অল্টমাউন্ট রোডে জামসেদজি টাটার স্কটিশ স্টাইলে তৈরি বাড়ি ‘দ্য কেইর্ন’-ও ফাঁকা পড়ে আছে। ৫০ কোটি টাকায় এই বাংলো কিনে নিয়েছিল টাটা সন্স। এছাড়া জুহুতে রতন টাটার বাবা, নাভাল টাটার যে বাংলোটি রয়েছে, তাও ফাঁকা পড়ে রয়েছে।