
নয়া দিল্লি: শেখ মুজিবরের শেষ স্মৃতিটুকুও মুছে ফেলার চেষ্টা। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবরের ধানমন্ডির বাসভবন। এইভাবে ইতিহাস, ঐতিহ্য ধ্বংস করা দেখে আর চুপ থাকতে পারল না ভারত সরকার। কড়া নিন্দা করা হল বিদেশমন্ত্রকের তরফে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মুজিবের বাড়ি ধ্বংস করার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “শেখ মুজিবরের বাড়ি বাঙালির কাছে গর্ব। দখলদারি-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়।”
Our response to media queries regarding destruction of the historic residence of Sheikh Mujibur Rehman⬇️
🔗 https://t.co/iXyaihBjgq pic.twitter.com/ykekfByvke
— Randhir Jaiswal (@MEAIndia) February 6, 2025
তিনি আরও লেখেন, “যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেন, তারা জানেন বাংলাদেশের কাছে এই বাড়িটি কতটা গুরুত্বপূর্ণ। এই বাড়ি দখলদারি ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই-প্রতিরোধের চিহ্ন ছিল। সেই বাড়ি ধ্বংস করা অত্যন্ত দুঃখজনক।”
ভারত সরকারের এই বিবৃতি যখন দেওয়া হচ্ছে, সেই সময়ই ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করেছে ইউনূস সরকার। সূত্রের খবর, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সম্বন্ধে মিথ্যা মন্তব্য পেশ করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর উপরে রাশ টানা উচিত ভারত সরকারের। এমনটাই দাবি ইউনূস সরকারের। দুই দেশের মধ্যে সম্পর্কে সমীকরণ বজায় রাখতে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ আটকাতে পদক্ষেপের দাবিতেই ভারতের হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।