জয়পুর : ভারতে এসে ধর্ষণের অভিযোগ সামনে আনলেন এক বিদেশিনী। হোটেলের আয়ুর্বেদিক ম্যাসাজ দেওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে। রাজস্থানের জয়পুরের ঘটনা। হোটেলের মধ্যেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ৩১ বছরের ওই জার্মান মহিলার দাবি, ম্যাসাজ করার নাম করে তাঁকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর তারপরই এই ঘটনা। এমনটা যে হবে, তা অনুমান করতে পারেননি। তিনি। পরে ম্যাসাজের নামে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে দাবি করেছেন ওই মহিলা। কেরলের বাসিন্দা এক যুবকের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ।
রাজস্থানের জয়পুরে সিন্ধি ক্যাম্পের কাছে একটি হোটেলে ওই ঘটনা ঘটে। গত শুক্রবার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। অভিযুক্তের নাম বিজু মহারাজন। তিনি কেরলের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই শহরের খাতিপুরা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন বিজু মহারাজন নামে ওই যুবক। কর্মসূত্রে তিনি রাজস্থানে থাকতেন বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট হোটেলে কাজ করতেন বিজু।
জার্মান ওই মহিলা যে অভিযোগ জানিয়েছেন, সেই অনুযায়ী, গত বুধবার এই ঘটনা ঘটে। ঘটনার পরই তিনি সিন্ধি ক্যাম্প থানায় যান অভিযোগ জানাতে যান। তাঁর মুখে পুরো ঘটনার বিবরণ শোনে পুলিশ। এরপরই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অর্থাৎ ধর্ষণের মামলা করা হয়। অভিযোগ পাওয়ার পর থেকেই অভিযুক্ত যুবককে খুঁজছিল পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করবে পুলিশ। ইতিমধ্যেই ওই মহিলার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।
পর্যটনের জন্যই ভারতে এসেছিলেন ওই মহিলা। তিনি তাঁর পরিবারের সঙ্গে এ দেশে এসেছিলেন। গত ১২ মার্চ দিল্লিতে পৌঁছন তিনি। পরে যান রাজস্থানে। আর সেখানেই এই অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাঁকে। ওই মহিলা জানিয়েছেন, যে হোটেলে তিনি পরিবারের সঙ্গে থাকছিলেন, সেখানেই ওই যুবককে তিনি আয়ুর্বেদ ম্যাসাজ নেওয়ার জন্য ডেকেছিলেন। যেহেতু আয়ুর্বেদ ভারতের এক ঐতিহ্য। তাই ভারতে এসে আয়ুর্বেদ ম্যাসাজ করান অনেকেই। এ ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু তারপরই এই ঘটনা ঘটে যায় বলে অভিযোগ।
আরও পড়ুন : Jhalda Councillor Murder: মিঠুনকে কী বলতেন ঝালদার আইসি? ফোন এবার পুলিশের হাতে