বরফের চাদরে মোড়া উপত্যকায় শান্তিপূর্ণভাবেই চলছে চতুর্থ দফার নির্বাচন

চতুর্থ দফার নির্বাচনে মোট ৩৪টি আসন রয়েছে। এরমধ্যে ১৭টি কাশ্মীরে ও বাকি ১৭টি জম্মুতে। কাশ্মীরের ১৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৩৮, জম্মুতে প্রার্থীসংখ্যা ১১১। এখনও অবধি কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

বরফের চাদরে মোড়া উপত্যকায় শান্তিপূর্ণভাবেই চলছে চতুর্থ দফার নির্বাচন
ভোটারদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে বুথের বাইরে। ছবি: সংগৃহীত।
Follow Us:
| Updated on: Dec 07, 2020 | 3:02 PM

শ্রীনগর: হাড়কাঁপুনি ঠান্ডার মাঝেই আজ, সোমবার জম্মু-কাশ্মীরে (Jammu-Kashmir) জেলা উন্নয়ন পরিষদ (District Development Council)-র চতুর্থ দফার ভোটপর্ব শুরু হল। তবে অতিরিক্ত কুয়াশা ও ঠান্ডা কনকনে বাতাসের কারণে সকালের দিকে ভোটার সংখ্যা ছিল চোখে পড়ার মতো কম।

আজ সকাল সাতটা থেকে দুপুর দু’টো অবধি চলবে ভোটপর্ব। চতুর্থ দফার নির্বাচনে মোট ৩৪টি আসন রয়েছে। এরমধ্যে ১৭টি কাশ্মীরে ও বাকি ১৭টি জম্মুতে। কাশ্মীরের ১৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৩৮, জম্মুতে প্রার্থীসংখ্যা ১১১। এছাড়া কয়েকটি ফাঁকা আসনে উপনির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনও চলছে একইসঙ্গে। এখনও অবধি কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন (Election Commision)-র এক আধিকারিক জানান, সকালে ঠান্ডা বেশি থাকায় ভোটারের সংখ্যা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। চতুর্থ দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭ লক্ষ ১৭ হাজার ৩২২। ভোট গ্রহণের জন্য মোট ১৯১০টি বুথ বসানো হয়েছে, জম্মুতে রয়েছে ৭৮১টি বুথ ও কাশ্মীরে রয়েছে ১১২৯টি বুথ। এরমধ্যে ১১৫২টি কেন্দ্র ‘অতি সংবেদনশীল’ ও ৩৪৯টি কেন্দ্র ‘সংবেদনশীল’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: নতুন সংসদ নির্মাণে ধাক্কা, ভিত্তিপ্রস্থর স্থাপন হলেও শুরু করা যাবে না নির্মাণ কাজ

আধিকারিক আরও জানান, চতুর্থ দফায় পঞ্চায়েত নির্বাচনে মোট ১২৩টি পঞ্চায়েত প্রধানের আসন ফাঁকা রয়েছে। এরমধ্যে ৪৫টি আসন বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই পূরণ হয়ে গিয়েছে। বাকি আসনগুলিতে নির্বাচন হচ্ছে।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (Special Status of Jammu-Kashmir) তুলে নেওয়ার পর এই প্রথম উপত্যকায় নির্বাচন হচ্ছে। করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণ ও জঙ্গি হামলার আশঙ্কায় যাবতীয় পরিস্থিতির কথা মাথায় রেখেই শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করাতে মোট আট দফায় ভোট গ্রহণ চলছে। ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। চলবে ১৯ ডিসেম্বর অবধি।

আরও পড়ুন: ফের উত্তপ্ত ভূস্বর্গ!  জঙ্গিদের হামলায় আহত পুলিস কর্মী-সহ মোট ২