ছত্তীসগঢ়: প্রেমিকের বিয়ে হয়ে গিয়েছে। তবু ওই বিবাহিত প্রেমিককেই বিয়ে করবে বলে নাছোড়বান্দা তরুণী। এদিকে তিনি নিজেও বিবাহিত। স্বামীকে ছেড়ে বিবাহিত প্রেমিকের সঙ্গে ঘর করতে চান এখন। কিন্তু প্রেমিক রাজি স্ত্রীকে ছেড়ে অন্য কারও সঙ্গে থাকতে। এই ‘প্রত্যাখ্যানে’ ওই তরুণী যা করলেন কপালে হাত দুই পরিবারের। গাছে উঠে আত্মহত্যা করার হুমকি দিলেন তিনি। ছত্তীসগঢ়ের যশপুরের এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।
যশপুর জেলার বাগবাহার থানা এলাকার কাডরোতে থাকেন ওই বিবাহিত তরুণী। স্থানীয় জেলারই পাথালগাঁও-এর বিবাহিত এক যুবকের সঙ্গে বেশ কিছুদিন ধরে চুটিয়ে প্রেম করছিলেন তিনি। এরপরই ওই তরুণী সিদ্ধান্ত নেন স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গেই বাকি জীবন থাকবেন। দ্বিতীয়বার বিবাহবন্ধনেও আবদ্ধ হবেন। ছেলেটিকে সে কথা জানালে বেঁকে বসেন তিনি। কোনও ভাবেই প্রথম বউকে ছেড়ে দ্বিতীয় বিয়েতে রাজি হননি। এরপরই ওই তরুণী নিজেকে শেষ করে দেবেন বলে ঠিক করেন।
আরও পড়ুন: আমলারা কথা শোনেন না, মৌরসিপাট্টা চলে! মন্ত্রিত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন মদন
পাড়ার গাছে উঠে গলায় ফাঁসের দড়িও লাগিয়ে ফেলেন ওই তরুণী। এদিকে স্থানীয়রা সেই দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তাঁরা ওই তরুণীকে নানা ভাবে বোঝানোরও চেষ্টা করেন। কিন্তু কোনও ভাবেই ‘পাগল প্রেমিকা’কে বুঝিয়ে উঠতে পারেননি তাঁরা। শেষমেষশ পরিস্থিতি বেগতিক বুঝে বাগবাহার থানায় খবর দেন। পুলিশ এসে ওই তরুণীকে গাছ থেকে নামায়।