আমলারা কথা শোনেন না, মৌরসিপাট্টা চলে! মন্ত্রিত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন মদন
Bihar Ministry: মদনের অভিযোগ, রাজ্য সরকারের এমন অবস্থা যে মন্ত্রী, বিধায়কদের কথাও আজকাল শোনা হয় না। ভ্রষ্টাচার ও অসহিষ্ণুতার ছবি ক্রমেই প্রকট হচ্ছে।
বিহার: আমলাতন্ত্রের মৌরসিপাট্টার অভিযোগ তুলে মন্ত্রিত্ব ছাড়তে চাইলেন নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য মদন সাহানি। বৃহস্পতিবার সংবাদসংস্থা এএনআইকে জনতা দলের এই বিধায়ক বলেন, “আমি গাড়ি, বাড়ি নিয়ে সন্তুষ্ট থাকার লোক নই। মানুষের কাজ করব বলেই এসব দেওয়া হয়েছে। তাই যদি না করতে পারি তা হলে আর এসব দিয়ে কী করব।”
বিহারের সমাজকল্যাণ মন্ত্রী মদন সাহানি। তাঁর অভিযোগ, বিহারে আমলাতন্ত্র এখন মাথা চাড়া দিয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মদতেই আমলাদের একটা বড় অংশ স্বেচ্ছাচার করে চলেছেন বলে অভিযোগ মদনের। তিনি বলেন, “আমলা-আধিকারিকরা কোনও কথাই শোনেন না। বাড়ি, গাড়ি নিয়ে আমি কি করব? মানুষের সেবাই যখন আমাকে করতে দেওয়া হচ্ছে না। আধিকারিকরা কোনও নির্দেশ না মানলে মানুষের জন্য কাজও আমি করতে পারব না। লোককে বলার জন্য মন্ত্রী হয়ে থেকে তো লাভ নেই।”
I’m resigning in objection against bureaucracy. I’m not satisfied with the residence or vehicle I received because if I can’t serve people, if officers don’t listen to me then work of people won’t get done. If their work isn’t getting done,I don’t need this: Bihar Min Madan Sahni pic.twitter.com/IVFDjokH6A
— ANI (@ANI) July 1, 2021
আরও পড়ুন: তরুণীর পছন্দের ধারাবাহিক ‘ক্রাইম পেট্রল’, পর্দার ঘটনাই বাস্তবে ঘটালেন স্বামীর সঙ্গে
মদনের অভিযোগ, রাজ্য সরকারের এমন অবস্থা যে মন্ত্রী, বিধায়কদের কথাও আজকাল শোনা হয় না। ভ্রষ্টাচার ও অসহিষ্ণুতার ছবি ক্রমেই প্রকট হচ্ছে। তাই বাহাদুরপুরের বিধায়ক মদন সাহানি মন্ত্রিত্ব ছেড়ে একজন জননেতা হিসাবেই মানুষের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, “মানুষ ভাবেন নেতারা চুরি করেন। আমি বলব অফিসাররা চোর। বহুদিন ধরে শোধরানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু কারও কোনও ইচ্ছাই নেই।”