নয়া দিল্লি: বিরোধী সাংসদদের বয়কটের জেরে স্থগিত হয়ে গেল ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির কলকাতা সফর। আজই কলকাতায় আসার কথা ছিল। কলকাতার পাশাপাশি পটনা এবং লখনউ সফরও স্থগিত করে দিয়েছে লোকসভা সচিবালয়।
আজ, মঙ্গলবার ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার কথা ছিল যৌথ সংসদীয় কমিটির সদস্যদের। ওয়াকফ বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি এবং সংগঠনের সঙ্গে বৈঠকের কথা ছিল তাদের। কিন্তু বিরোধী সাংসদদের বয়কটের জেরেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয়।
ওয়াকফ বিল নিয়ে প্রস্তাব আসার আগে থেকেই তুঙ্গে বিতর্ক। ওয়াকফ জমি কেড়ে নেওয়া হবে কি না, এই নিয়ে কয়েক মাস ধরেই তোলপাড় হচ্ছে জাতীয় রাজনীতি। এর মধ্যেই জেপিসির বৈঠক বসে। সেই বৈঠকে আবার বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মেজাজ হারিয়ে কাচের বোতল আছড়ে ভাঙেন কল্যাণ। নিজেও চোট পান। সেই নিয়েও একপ্রস্থ রাজনীতি হয়।
এরপরই জেপিসির তরফে জানানো হয়, ওয়াকফ বোর্ডগুলির সঙ্গে কথা বলার জন্য রাজ্য সফর করা হবে। ৯ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, পটনা, লখনউয়ে যাওয়ার কথা ছিল জেপিসির। তবে এই সফর বয়কট করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, শিবসেনা (ইউবিটি), এনসিপি (শরদ পওয়ার), জেএমএম সহ ইন্ডিয়া জোটের সদস্য দলগুলি।
৩১ জনের কমিটির মাত্র ৫ জনকে নিয়েই জেপিসি সফর শুরু করে। এই নিয়েও আপত্তি জানিয়ে লোকসভার স্পিকারকে ইমেইল করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধেও অভিযোগ জানান।
আজ, মঙ্গলবার ভুবনেশ্বর থেকে কলকাতায় আসার কথা ছিল জেপিসি-র। কিন্তু তার আগেই এই স্টাডি ট্যুর বাতিল করে দেওয়া হল।
সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট জমা না পড়ার সম্ভাবনা প্রবল। বিরোধী সাংসদদের একাধিক ইস্যুতে বিরোধীতার জেরেই রিপোর্ট চূড়ান্ত করতে আরও সময় লাগতে পারে। সেক্ষেত্রে, যৌথ সংসদীয় কমিটির মেয়াদ ফের বৃদ্ধি করতে পারেন স্পিকার ওম বিড়লা।