নয়া দিল্লি : গুলি করে খুন করা হল আন্তর্জাতিক স্তরের কবাডি খেলোয়াড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার পঞ্জাবের জলনধরে একটি কবাডি টুর্নামেন্ট চলাকালীন গুলি করা হয় কবাডি খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গল আম্বিয়ানকে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।
পুলিশ জানিয়েছে, টুর্নামেন্টের স্থান থেকে নাকোদার গ্রামের মালিয়ান খুর্দে বেরিয়ে আসার সময় চারজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মনে করা হচ্ছে, ৮ থেকে ১০ টি বুলেট ঝাঁঝড়া করে দিয়েছে এই আন্তর্জাতিক কবাডি খেলোয়াড়কে। এই ঘটনার সময় পুরো ঘটনাই ভিডিয়ো রেকর্ড হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কিছুজন লোক গাছের পাশে লুকিয়ে একজনকে গুলি করছে। কাকে গুলি করা হচ্ছে তা অবশ্য দেখা যাচ্ছে না ভিডিয়োটিতে।
জলনধর (গ্রাম) ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (নাকোদার) লক্ষ্মীণদর সিং বলেছেন যে, এই খেলোয়াড় শাহকোটের একটি গ্রাম থেকে এসেছেন। কিন্তু তিনি ইংল্যান্ডে বসবাস করেন এবং তিনি একজন ব্রিটিশ নাগরিক। তিনি গ্রামে কবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত করতেন।
আরও পড়ুন : Shatrughan Sinha : ‘বহিরাগত’ শত্রুঘ্ন! ‘দেশের রাজনীতি করছি, বিদেশের নয়,’ পাল্টা জবাব তৃণমূল প্রার্থীর