ভিড়ের মধ্যে কমল হাসানের গাড়িতে ‘হামলা’ মত্ত যুবকের

সুমন মহাপাত্র |

Mar 15, 2021 | 1:27 PM

নির্বাচনে দক্ষিণ কোয়েম্বাটোর আসন থেকে ভোটে লড়ছেন কমল হাসান (Kamal Hassan)

ভিড়ের মধ্যে কমল হাসানের গাড়িতে হামলা মত্ত যুবকের
ফাইল চিত্র

Follow Us

চেন্নাই: তামিলনাড়ুতে এ বার ত্রিমুখী লড়াই। জয়ললিতার মৃত্যুর পর প্রথম বার তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তিন জোটের জোর লড়াই। একদিকে কে পালানিস্বামী, অন্যদিকে স্তালিন, লড়াইয়ে আছেন অভিনেতা তথা মক্কল নিধি মাইয়াম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা কমল হাসানও (Kamal Hassan)। ভোটের আগে একটুও সময় খোয়াতে না চেয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তিন শিবিরই। এর মধ্যেই প্রশ্ন উঠে গেল কমল হাসানের নিরাপত্তার বিষয়ে। রবিবার একটি নির্বাচনী জনসভায় যাওয়ার সময় কঞ্চিপুরম জেলায় কমল হাসানের গাড়ির জানালা খোলার চেষ্টা করলেন এক মত্ত যুবক।

জনসভা করে চেন্নাইয়ে ফিরছিলেন কমল হাসান। তখনই ভিড়ের মধ্যে তাঁর গাড়ির জানালা খোলার চেষ্টা করে এক মত্ত যুবক। পরে অবশ্য তাঁকে অভিনেতার অনুরাগী বলে জানিয়েছে পুলিশ। যদিও এমএনএম সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এই ‘হামলার’ পূর্ণাঙ্গ তদন্ত চলছে। এমএনএম প্রতিষ্ঠাতার গাড়িতে মত্ত যুবক জানালা খোলার চেষ্টা করার পর, তাঁকে কমল সমর্থকদের রোষের মুখে পড়তে হয়।

এরপর হাসপাতালে নিয়ে তাঁর চিকিৎসা হয়। তবে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ওই যুবকের কমল হাসানকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। গাড়িরও কোনও ক্ষতি হয়নি। তবে নির্বাচনের আবহে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এমএনএম সমর্থকদের মধ্যে। প্রসঙ্গত, কয়েক দিন আগেই নন্দীগ্রামে গিয়ে ভিড়ের মধ্যেই পায়ে চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই নিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগের জল নির্বাচন কমিশনে গড়িয়েছে। যার জন্য বরখাস্ত হতে হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকার্তাকে। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই ‘হামলা’র মুখে পড়তে হল কমল হাসানকে, এমটাই দাবি এমএনএম সমর্থকদের।

এ বারের নির্বাচনে দক্ষিণ কোয়েম্বাটোর আসন থেকে ভোটে লড়ছেন কমল হাসান। আসন্ন নির্বাচনে এমএনএমের ভোটের ইস্যু হল দুর্নীতি মুক্তি, চাকরি, গ্রামের উন্নতি। এ ছাড়া গৃহবধূদের বেতন ও প্রত্যেক ঘরে বিনা মূল্যে কম্পিউটার দেওয়ার প্রতিশ্রুতিতে ভোটে লড়ছে এমএনএম।

আরও পড়ুন: মহাসমস্যায় মহারাষ্ট্র! এক দিনে করোনা আক্রান্ত ১৬ হাজার, লকডাউন নাগপুরে

Next Article