Kapil Sharma Death Threat: পাকিস্তান থেকে ষড়যন্ত্র! কপিল শর্মা-রাজপাল যাদবকে মেরে ফেলার ছক?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 23, 2025 | 9:38 AM

Police: জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আম্বোলি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন কপিল শর্মা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Kapil Sharma Death Threat: পাকিস্তান থেকে ষড়যন্ত্র! কপিল শর্মা-রাজপাল যাদবকে মেরে ফেলার ছক?
ফাইল চিত্র।
Image Credit source: Instagram

Follow Us

মুম্বই: প্রাণনাশের হুমকি কপিল শর্মাকে।  ইমেইল মারফত এল খুনের হুমকি, তাও আবার পাকিস্তান থেকে! ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছেন কমেডিয়ান। তবে একা কপিল শর্মাই নন, এর আগে রাজপাল যাদব, সুগন্ধা মিশ্র ও রেমো ডি’সুজাকেও খুনের হুমকি দেওয়া হয়েছে সম্প্রতি, এমনটাই পুলিশ সূত্রে খবর।

পুলিশের তরফে জানানো হয়েছে, জনপ্রিয় কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মাকে খুনের হুমকি দেওয়া হয়েছে। আম্বোলি পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন কপিল শর্মা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ওই হুমকি ইমেইল এসেছে।

কী লেখা রয়েছে ইমেইলে?

পুলিশ সূত্রে খবর, কপিল শর্মা যে ইমেইলটি পেয়েছেন, তাতে লেখা রয়েছে বলিউড অভিনেতার সমস্ত গতিবিধির উপরে নজর রাখা হচ্ছে। এটাকে উড়ো ইমেইল হিসাবে যেন গণ্য না করা হয়, বরং গুরুত্ব দিয়েই দেখা হয়।  হুমকি ইমেইলের নিচে ‘বিষ্ণু’ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ৮ ঘণ্টার মধ্যে যদি রিপ্লাই না করেন, তবে ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে চরম মাশুল দিতে হবে।

জানা গিয়েছে, কপিল শর্মা ছাড়াও রাজপাল যাদব, রেমো ডি’সুজা ও সুগন্ধা মিশ্রও এই হুমকি ইমেইল পেয়েছেন। তারাও পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশও বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে।

সম্প্রতিই একের পর এক সেলিব্রিটি দুষ্কৃতী-গ্যাংস্টারদের নিশানায় এসেছেন। সলমন খানকে দীর্ঘদিন ধরেই প্রাণনাশের হুমকি দিচ্ছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। রাজনীতিক বাবা সিদ্দিকির খুনেও বিষ্ণোই গ্যাংয়ের হাত ছিল। এদিকে, গত সপ্তাহেই সইফ আলি খানের উপরেও হামলা হয়। অসৎ উদ্দেশ্যে তাঁর বাড়িতে ঢুকে ৬ বার কোপ মারে বাংলাদেশি হামলাকারী।

Next Article