নয়া দিল্লি: কর্নাটকের শিবমোগায় ডিনামাইট ফেটে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi), একইসঙ্গে ভবিষ্যতে এইধরনের দুর্ঘটনা এড়াতে তদন্তের দাবিও তোলেন তিনি। অন্যদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (BS Yediyurappa)-ও শোক প্রকাশ করেন এবং মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন।
গতকাল রাত সাড়ে দশটা নাগাদ শিবমোগা জেলায় হুনাসোদু গ্রামে রেল ক্রাশার সাইটে আচমকাই ডিনামাইট বিস্ফোরণ হয়, ধুলো ও কালো ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের অঞ্চল। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে ২০ কিলোমিটার এলাকা জুড়ে মাটিতে কম্পন অনুভূত হয়। সরকারি সূত্রে জানানো হয়েছে, ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে, যদিও স্থানীয়দের দাবি মৃতের সংখ্যা আরও বেশি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
এই দুর্ঘটনার খবর প্রকাশ হতেই শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি টুইট করে লেখেন, “শিবমোগা জেলায় দুর্ঘটনায় মৃত্যুর সংবাদে ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। রাজ্য সরকার প্রয়োজনীয় সবধরনের সহায়তা করছে।”
Pained by the loss of lives in Shivamogga. Condolences to the bereaved families. Praying that the injured recover soon. The State Government is providing all possible assistance to the affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 22, 2021
আরও পড়ুন: সরকার-বিরোধী পোস্ট করলেই গ্রেফতার: নীতীশ, ‘করে দেখাক’, চ্যালেঞ্জ তেজস্বীর
এরপরই বিরোধী নেতা রাহুল গান্ধীও টুইট করে লেখেন, “কর্নাটকের পাথর খনিতে বিস্ফোরণের সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের পরিবাারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ঘটনার গভীর তদন্ত করা উচিত, যাতে ভবিষ্যতে এইধরনের দুর্ঘটনা এড়ানো যায়।”
The news of blast at stone mining quarry in Karnataka is tragic.
Condolences to the families of the victims. Such incidents call for in-depth investigation so that similar tragedies can be avoided in the future.
— Rahul Gandhi (@RahulGandhi) January 22, 2021
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানান, গতকাল শিবমোগায় বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সাংসদ বি ওয়াই রাঘবেন্দ্র ও অন্যান্য আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনাস্থলে খনিমন্ত্রী যাচ্ছেন, আমিও ঘটনাস্থান পরিদর্শনে যাব।
বেআইনি খনি খননের প্রসঙ্গে তিনি বলেন, “এইধরনের ঘটনা ঘটা উচিত নয়। বেআইনি খননের বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে। আমরা ইতিমধ্যেই বেআইনি খনন বন্ধ করিয়েছি। তদন্ত হোক, রিপোর্ট এলে আমরা যথাযথ পদক্ষেপ করব।”
Such incidents should not happen. Illegal mining will be dealt with properly. We have already stopped illegal mining, we will stop all such minings. Let investigation take place, let the report come, we’ll take action: Karnataka Chief Minister BS Yediyurappa https://t.co/XKoz7LWVFh
— ANI (@ANI) January 22, 2021
আরও পড়ুন: ‘ঝুঁকি নিন, ব্যর্থতার ভয় পেলে চলবে না’, আত্মনির্ভরতা প্রসঙ্গে গাব্বায় জয়ের উদাহরণ দিলেন মোদী