ঝগড়া করছিলেন দম্পতি, মিটমাটের নামে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ ৬ অভিযুক্তের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি বাসস্টপে দাঁড়িয়েই ঝড়গা করেছিলেন। কোনও পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি চলছিল তাঁদের মধ্যে। সে সময়ই সেখানে এসে উপস্থিত হয় ৬ ব্যক্তি। তাঁরা দম্পতির ঝগড়ায় হস্তক্ষেপ করে। এবং ওই মহিলার স্বামীকে মারধর শুরু করে। এর পর মহিলার স্বামীকে বেঁধে রেখে মহিলাকে নিয়ে যায় সেখানকার পার্কে।
বেঙ্গালুরু: এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল ৬ ব্যক্তির বিরুদ্ধে। সেই সঙ্গে ওই মহিলার স্বামীকে নিগ্রহের অভিযোগ রয়েছে। কর্নাটকের গঙ্গাবাতী এলাকার বাসস্টপের কাছে একটি পার্কের মধ্যে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হতেই ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি বাসস্টপে দাঁড়িয়েই ঝড়গা করেছিলেন। কোনও পারিবারিক সমস্যা নিয়ে কথা কাটাকাটি চলছিল তাঁদের মধ্যে। সে সময়ই সেখানে এসে উপস্থিত হয় ৬ ব্যক্তি। তাঁরা দম্পতির ঝগড়ায় হস্তক্ষেপ করে। এবং ওই মহিলার স্বামীকে মারধর শুরু করে। এর পর মহিলার স্বামীকে বেঁধে রেখে মহিলাকে নিয়ে যায় সেখানকার পার্কে। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার পর ফের তাঁদের মারধর করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করে ওই দম্পতি। তার পর অভিযুক্ত ৬ জনকেই গ্রেফতার করেছে পুলিশ। দিন কয়েক আগেই এ ধরনের ঘটনা ঘটে কর্নাটকে। হোটেলের ঘরে ঢুকে এক দম্পতিতে হেনস্থার অভিযোগ ওঠে। যুবতীকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল।