Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karnataka: অর্থের বিনিময়ে চাকরি? মুখ্যমন্ত্রীর ছেলের ভিডিয়ো ভাইরাল হতেই অভিযোগ বিরোধীদের

Karnataka Jathindra viral video: এক প্রকাশ্য অনুষ্ঠান থেকে যতীন্দ্রকে দেখা যাচ্ছে তাঁর বাবা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ফোন করতে। বাবাকে যতীন্দ্র বলেন, তাঁর পাঠানো তালিকা অনুযায়ী কাজ করতে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তারপরই, কংগ্রেস তথা সিদ্দারামাইয়া সরকারর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস দলের রাজ্য সভাপতি এইচডি কুমারস্বামী।

Karnataka: অর্থের বিনিময়ে চাকরি? মুখ্যমন্ত্রীর ছেলের ভিডিয়ো ভাইরাল হতেই অভিযোগ বিরোধীদের
যতীন্দ্রের ভাইরাল ভিডিয়োর প্রেক্ষিতে সিদ্দারামাইয়াকে কড়া আক্রমণ কুমারস্বামীর, এবং Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 16, 2023 | 3:08 PM

বেঙ্গালুরু: অর্থের বিনিময়ে সরকারি পদ বিক্রি করছে কর্নাটকের কংগ্রেস সরকার? সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হলেও আসলে কি ছড়ি ঘোরাচ্ছেন তাঁর পুত্র তথা প্রাক্তন বিধায়ক ডা. যতীন্দ্র? গুরুতর অভিযোগ বিরোধীদের। আর বিরোধীদের এই অভিযোগে ইন্ধন জুগিয়েছে একটি ভিডিয়ো। ভিডিয়োতে এক প্রকাশ্য অনুষ্ঠান থেকে যতীন্দ্রকে দেখা যাচ্ছে তাঁর বাবা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ফোন করতে। বাবাকে যতীন্দ্র বলেন, তাঁর পাঠানো তালিকা অনুযায়ী কাজ করতে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তারপরই, কংগ্রেস তথা সিদ্দারামাইয়া সরকারর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএস দলের রাজ্য সভাপতি এইচডি কুমারস্বামী। তিনি বলেছেন, “রাজ্যে নির্লজ্জভাবে, নির্ভয়ে, লাগাতার নগদের বিনিময়ে পদ দেওয়ার কেলেঙ্কারী চলছে। এই ভিডিয়ো তার স্পষ্ট প্রমাণ।”

এই ঘটনার সূত্রপাত হয় বুধবার (১৫ নভেম্বর)। মাইসুরুর চাট্টানহাল্লি পলিয়া গ্রামে গিয়েছিলেন যতীন্দ্র। সেখানকার বাসিন্দাদের চাওয়া-পাওয়ার খোঁজ নিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পুত্র। সেখানে জনগণের মধ্য থেকেই বাবাকে ফোন করেছিলেন তিনি। কন্নড় ভাষায় কিছু বিষয়ের উল্লেখ করে তিনি বলেন, “আমার পাঠানো তালিকাই মেনেই কাজ করবে।” বিরোধীদের অভিযোগ, কোন কোন অফিসারকে বদলি করতে হবে, তারই নির্দেশ দিচ্ছিলেন যতীন্দ্র। গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ড করা হয়। সেই ভিডিয়োটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, অর্থের বিনিময়ে সরকারি পদ বিলি করছে কংগ্রেস সরকার। এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন সিদ্দারামাইয়ার ছেলে। ঘুষ নিয়ে তিনি তালিকা তৈরি করে দিচ্ছেন বাবাকে, অনুমোদন দেওয়ার জন্য।

কুমারস্বামীর দাবি, এই ভিডিয়ো প্রকাশ্যে আসায়, কংগ্রেস সরকারের ‘তোলাবাজির ব্যবসা’ ফাঁস হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়কে তোলাজির কেন্দ্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। যে সরকারি আধিকারিকরা ঘুষ দিচ্ছেন না, তাঁদের প্রান্তিক এলাকায় বদলি করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ভাইরাল ভিডিয়োটি সম্পর্কে তিনি বলেছেন, “প্রকাশ্যেই যদি এইভাবে দুর্নীতি হয়, তাহলে চার দেয়ালের মধ্যে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে তা, অনুমান করা যায়।” যতীন্দ্র মুখ্যমন্ত্রীর ছেলে নাকি সেই ‘সুপার সিএম’, নাকি তাঁর ভূমিকা ‘তোলাবাজি মন্ত্রীর’? এই প্রশ্নও তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কত অর্থে পদ বিক্রি করেছেন সিদ্দারামাইয়া এবং তাঁর ছেলে, এর মধ্যে মুখ্যমন্ত্রী ভাগ কতটা, কংগ্রেস দলের ভাগই বা কতটা? এই ধরণের অস্বস্তিকর প্রশ্নও তুলেছেন তিনি।

এদিকে, তিনি এই ভিজিয়োর বিষয়ে কিছুই জানেন না বলে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডা. জি পরমেশ্বর। তিনি আরও বলেছেন, সাংবাদিকদের উচিত এই প্রশ্ন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে করা। কারণ তিনিই এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, “নির্বাচনের সময় কংগ্রেস জনগণকে যে আশ্বাস দিয়েছিল, তা পূরণ করার চেষ্টা করছে আমাদের সরকার। আমি যতীন্দ্র সিদ্দারামাইয়ার ভিডিয়োটি দেখিনি। এই সম্পর্কে আমি কিছু জানি না।” উপমুখ্যমন্ত্রী ডি শিবকুমার বলেছেন, “বিজেপি আর জেডিএস-এর কোনও কাজ নেই। মুখ্যমন্ত্রীর ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে, তাঁর বিজেপি-জেডিএস-এর কথাতাঁর না শুনলেও চলবে।”

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'