নিজের বাড়িতেই কোভিড কেয়ার সেন্টার বানালেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ (Country)

নিজের বাড়িতেই কোভিড কেয়ার সেন্টার বানালেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী
Follow Us:
| Updated on: May 15, 2021 | 11:43 PM

করোনায় কাবু গোটা দেশ। চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন অনেকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে কর্নাটকে (Karnataka) সংক্রমণ বেড়েছে অনেকটা। প্রয়োজনের তুলনায় কোভিড (Covid) সেন্টার কম থাকার কারণে নিজের বাড়িতেই করোনা চিকিৎসা কেন্দ্র বানিয়ে নজির গড়লেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

এই কোভিড কেন্দ্রে রয়েছে ৫০ টি বেডের সুবিধা। সেই সঙ্গে অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে, আগামী দিনে এখানে অক্সিজেন কনসেনট্রেট বসানো হবে। করোনা সংক্রমিত রোগীদের চাপ কমাতে এমন উদ্যোগ নিয়েছেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বাড়ি হাভেরি জেলার শিগগাঁওয়ে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। যখন সারাদেশে বহু মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, করোনায় সংক্রমিতর সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে তখন মন্ত্রীর এমন উদ্যোগ স্বাভাবিক ভাবেই প্রশংসার দাবি রাখে। করোনা পরিস্থিতিতে কর্নাটকে নানা হাসপাতালের বেডের অভাব দেখা দিয়েছে। সেই চাহিদা মেটাতেই নিজের বাড়িতে কোভিড কেয়ার সেন্টার বানিয়ে ফেললেন বাসবরাজ বোম্মাই।