
কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যার সূত্রপাত জানতে পিছিয়ে যেতে হবে ১৯৪৭-এ। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার মুহূর্তে অখণ্ড ভারতকে ধর্মের ভিত্তিতে দু’টুকরো করে যায়। ভারত ও পাকিস্তান। অখণ্ড ভারতে সে সময় অন্তত ৫৬৫টি ছোট ছোট প্রিন্সলি স্টেট। প্রত্যেক স্টেটের এক একজন করে রাজা বা নবাব। ব্রিটিশ শাসনের আওতায় থেকে বার্ষিক ট্যাক্স প্রদানের মাধ্যমে তাঁদের মধ্যে অনেকেই নিজের মতো করে স্ব-স্ব রাজ্য চালাতেন। স্বাধীনতার প্রাক্কালে সেই সব প্রিন্সলি স্টেটের শাসকদের সুযোগ দেওয়া হয়, তারা কে কোন দেশের সঙ্গে যুক্ত থাকতে চান, তা বেছে নিতে পারেন। কেউ চাইলে আবার স্বাধীনও থাকতে পারেন। দেওয়া হয় এই প্রস্তাবও। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার আগেই কোনও কোনও রাজ্য ভারতের সঙ্গে জুড়তে চায়, আবার কেউ পাকিস্তানের সঙ্গে থাকতে চান। বিকানেরের মহারাজা, সর্দার সিং, সবার আগে ভারতের সঙ্গে জুড়তে রাজি হন। কারণ, তিনি টের পান...