AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu Kashmir Terror Attack: কাশ্মীরে ঝরেছে হিন্দু রক্ত, পাকিস্তানের আকাশপথ ত্যাগ করলেন মোদী

Jammu Kashmir Terror Attack: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিহানার খবর যখন আসে, তখন সৌদি আরবে প্রধানমন্ত্রী মোদী। খবর পাওয়া মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন এবং শ্রীনগরে যেতে বলেন।

Jammu Kashmir Terror Attack: কাশ্মীরে ঝরেছে হিন্দু রক্ত, পাকিস্তানের আকাশপথ ত্যাগ করলেন মোদী
জম্মু-কাশ্মীরে জঙ্গিহানার পর ভারতে ফিরে এলেন প্রধানমন্ত্রী মোদী।Image Credit: PTI
| Updated on: Apr 23, 2025 | 1:07 PM
Share

নয়া দিল্লি: রক্তাক্ত উপত্যকা। ভয়ঙ্কর জঙ্গি হানায় মৃত কমপক্ষে ২৬ জন পর্যটক। বেছে বেছে হিন্দুদেরই হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গি হানার এই খবর শুনেই সৌদি সফরে কাটছাঁট করে ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশপথের উপর দিয়েও এলেন না।

মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে জঙ্গিহানার খবর যখন আসে, তখন সৌদি আরবে প্রধানমন্ত্রী মোদী। খবর পাওয়া মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেন এবং শ্রীনগরে যেতে বলেন। প্রধানমন্ত্রী মোদী নিজেও সফর কাটছাঁট করে ভারতে ফেরার সিদ্ধান্ত নেন। ইন্ডিয়ান এয়ারফোর্স বোয়িং ৭৭৭-৩০০ বিমানে ভারতে ফেরেন তিনি।  রিয়াধ থেকে নয়া দিল্লিগামী বিমানের রুট হওয়ার কথা ছিল পাকিস্তানি আকাশসীমার উপর দিয়েই, কিন্তু সেই পথ ধরে ফেরেননি প্রধানমন্ত্রী। বিমান ডি-ট্যুর করানো হয়।

জানা গিয়েছে, সরাসরি আরব সাগরে উপর দিয়ে বিমানে আসেন প্রধানমন্ত্রী। গুজরাট দিয়ে প্রবেশ করে উত্তর দিকে উড়ে নয়া দিল্লিতে নামেন প্রধানমন্ত্রী মোদী।

পাকিস্তানের আকাশপথ এড়ানোর সিদ্ধান্তে স্পষ্ট যে পাকিস্তানই এই হামলার পিছনে রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই ভারতীয় গোয়েন্দারা পাকিস্তান আকাশপথ এড়ানোর পরামর্শ দিয়েছিলেন।

আজ, বুধবার ভোরে দিল্লির পালাম এয়ার ফোর্স বেসে অবতরণ করার পর বিমানবন্দরেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জরুরি বৈঠক করেন।