Kumar Vishwas slams Kejriwal: ‘খালিস্তানের প্রধানমন্ত্রী হতে চান কেজরীবাল’, বোমা ফাটালেন প্রাক্তন আপ নেতা
Arvind Kejriwal: উল্লেখ্য, সীমান্তবর্তী রাজ্য কংগ্রেস শাসিত পঞ্জাব সাম্প্রতিককালে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। দেশের যে স্বল্প সংখ্যক রাজ্যে কংগ্রেস এখনও ক্ষমতায় রয়েছে পঞ্জাব তার অন্যতম।

নয়া দিল্লি: সামনেই পঞ্জাব বিধানসভা নির্বাচন (Punjab Assembly Election)। এবারে সীমান্তবর্তী এই রাজ্যের ভোটে ক্ষমতা দখল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আম আদমি পার্টি (Aam Admi Party)। বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের জনমত সমীক্ষাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে যে এবারের পঞ্জাবে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা না পেলেও সর্ববৃহৎ দল হিসেবে উঠে আসতে পারে আম আদমি পার্টি। দলের জয় নিশ্চিত করতে ঘনঘনই ভোটমুখী পঞ্জাবে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। তাঁর দাবি, পঞ্জাবের জনগণ যদি এবার আপকে ক্ষমতায় আনে তবে রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার প্রতিষ্ঠা করে তিনি দেখিয়ে দেবেন। কিন্তু এবার অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধেই মুখ খুলেছেন আম আদমি পার্টির প্রাক্তন নেতা কুমার বিশ্বাস (Kumar Vishwas)। আর মুখ খুলেই রীতিমতো বোমা ফাটিয়েছেন কুমার। সুযোগ পেয়ে কেজরীবালকে আক্রমণে নেমে পড়েছে বিজেপি। মঙ্গলবার বিজেপির তরফে একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করা হয় যেখানে প্রাক্তন আপ নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘হয় কেজরীবাল পঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে চান অথবা খালিস্তানের প্রধানমন্ত্রী হতে চান’। কুমার বিশ্বাসের দাবি, খোদ কেজরীবাল তাঁকে এই কথা জানিয়েছিলেন। টুইটারে ভিডিয়ো শেয়ার করে দিল্লির শাসকদলকে ঘুরিয়ে কটাক্ষ করেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
#WATCH | Poet & former AAP leader Kumar Vishwas alleges AAP chief Arvind Kejriwal was supportive of separatists in Punjab
"One day, he told me he would either become CM (of Punjab) or first PM of an independent nation (Khalistan)," Vishwas says. pic.twitter.com/5ccGs9jNn3
— ANI (@ANI) February 16, 2022
অমিত মালব্যের শেয়ার করা ভিডিয়োতে কুমার বিশ্বাসকে বলতে শোনা গিয়েছে, “গত পঞ্জাব নির্বাচনের সময়ে আমি তাঁকে বলেছিলাম দলে এমন অনেকে আছেন যাঁরা খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের সমর্থন নেওয়ার দরকার নেই… তখন তিনি আমাকে এক সেই সূত্রের কথা বলেছিলেন যাঁর মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন… তিনি আমাকে বলেছিলেন, চিন্তা করতে হবে না একদিন আমি হয় পঞ্জাবের মুখ্যমন্ত্রী হব অথবা স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী হব।” পঞ্জাবের বিধানসভা নির্বাচন আর মাত্র ৩ দিন বাকি, তার মাঝেই কেজরির বিরুদ্ধে প্রাক্তন আপ নেতার করা এই অভিযোগ নিয়ে রীতিমতো সরগরম পঞ্জাবের রাজনীতি।
উল্লেখ্য, সীমান্তবর্তী রাজ্য কংগ্রেস শাসিত পঞ্জাব সাম্প্রতিককালে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। দেশের যে স্বল্প সংখ্যক রাজ্যে কংগ্রেস এখনও ক্ষমতায় রয়েছে পঞ্জাব তার অন্যতম। তাই এই রাজ্যের ক্ষমতা ধরে রাখা কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ। মূলত এবার পঞ্জাবে ত্রিমুখী লড়াই। একদিকে রয়েছে কংগ্রেস, অন্যদিকে রয়েছে আম আদমি পার্টি, প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পঞ্জাব লোক কংগ্রসের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছে বিজেপি। তবে কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আপের উত্থান হয়েছে। প্রাক্তন আপ নেতার এই অভিযোগের প্রভাব ভোটবাক্সে পড়ে কিনা তার উত্তর মিলবে আগামী ১০ মার্চ।
