নয়া দিল্লি: মদের দোকানের সামনে লাইন দিতে গেলেও এবার হাতে রাখতে হবে করোনার নেগেটিভ রিপোর্ট। আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ হয় তা হলেই তাঁকে মদ বিক্রি করবেন দোকানদার। এমনই ঘোষণা করা হয়েছে কেরল সরকারের তরফে। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সবরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। প্রতিটি রাজ্য নিজেদের মতো করে ব্যবস্থা নিচ্ছে। কোথাও বেড়াতে গেলে দেখা হবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট। কোথাও আবার দেখাতে হবে কোভিডের টিকার দুই ডোজ়ের শংসাপত্র।
কেরল সরকার সিদ্ধান্ত নিয়েছে সে রাজ্যে দোকানে গেলে আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ অত্যাবশ্যক। সরকারের তরফে জানানো হয়েছে, লিকার শপের সামনে যাঁরা লাইন দেবেন তাঁদের মদ পেতে গেলে করোনা রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। নেগেটিভ রিপোর্ট কিংবা টিকার সম্পূর্ণ ডোজ়ের শংসাপত্র দেখিয়ে কেরলে দোকানে ঢুকতে পারবেন কেউ।
আপাতত এ দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঠিকই। তবে মহারাষ্ট্র-সহ বেশ কয়েকটি রাজ্য নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। চিন্তার ভাঁজ রয়েছে রাজ্যগুলির সরকারের কপালেও। বিশেষ করে এখন উৎসবের মরসুম। বহু মানুষের মেলবন্ধন বড় কোনও বিপদে না ফেলে দেয় সে চিন্তাও থেকেই যাচ্ছে।
ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, কেরল থেকে তামিলনাড়ুতে গেলে আরটিপিসিআর রিপোর্ট দেখাতে হবে। মহারাষ্ট্র ও কেরল থেকে কেউ কর্নাটকে গেলে রিপোর্ট নেগেটিভ অত্যাবশ্যক। হিমাচল প্রদেশে যেতে গেলে সমস্ত যাত্রীকে করোনা পরীক্ষা করাতে হবে। ছত্তীসগঢ় সরকারও একই নির্দেশিকা জারি করেছে। কেরল থেকে কেউ গোয়া গেলে তার আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। পঞ্জাব, মহারাষ্ট্রে যেতে গেলেই করোনা রিপোeর্ট নেগেটিভ চাই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুণে, মুম্বই ও চেন্নাই থেকে আগত যাত্রীদের পরীক্ষা করাতে হবে। উত্তর প্রদেশ সরকার জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু থেকে গেলে পরীক্ষা করাতে হবে।
দেশের বহু মানুষই এখন করোনার টিকা নিয়ে নিয়েছেন। কারও প্রথম ডোজ় হয়েছে, কেউ আবার দু’ ডোজ় নিয়ে ফেলেছেন। অনেক রাজ্যই জানিয়েছে, সম্পূর্ণ টিকা নেওয়া থাকলে আরটিপিসিআর করানোর দরকার নেই। তবে অনেকেই জানিয়েছে, টিকা নিলেও কোভিড পরীক্ষার রিপোর্ট অত্যাবশ্যক। বেঙ্গালুরুর পুরসভা জানিয়ে দিয়েছে মহারাষ্ট্র ও কেরল থেকে কেউ এলে তাঁর আরটিপিসিআর রিপোর্ট থাকতেই হবে। টিকার সম্পূর্ণ ডোজ় নেওয়া থাকলেও নেগেটিভ রিপোর্ট প্রয়োজন।
বৃহৎ বেঙ্গালুরু মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, অন্য রাজ্য থেকে এলে নেগেটিভ আরটিপিসিআর অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জন্য অত্যাবশ্যক। যদি তাঁদের রিপোর্ট না থাকে যতদিন না পরীক্ষা করানো হচ্ছে, রিপোর্ট হাতে আসছে নিজেদের ফ্ল্যাটেই কোয়ারেনটাইন পিরিয়ড কাটাত হবে। আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া শুরু হচ্ছে আগামী সপ্তাহেই; কবে, কোথায় মিলবে কার্ড রইল বিস্তারিত