Ram Mandir: রাম মন্দিরে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ষড়যন্ত্র, হুমকি দিল খালিস্তানি জঙ্গি
Ayodhya Ram Mandir: ১৮ নভেম্বরই রাম মন্দিরে 'রাম বিবাহ' উৎসবের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও যোগ দেওয়ারও কথা। সেখানেই রক্ত ঝরানোর হুমকি দিতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
অযোধ্যা: রাম মন্দিরকে নিশানা বানাচ্ছে খালিস্তানি জঙ্গিরা? ভিডিয়ো বার্তা পেতেই ছড়াল চাঞ্চল্য। জানা গিয়েছে, খালিস্তানি জঙ্গি নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন অযোধ্যর রাম মন্দিরে হামলা চালানোর হুমকি দিয়েছেন। এরপরই তড়িঘড়ি রাম মন্দিরের নিরাপত্তা আরও কঠোর করা হল।
মঙ্গলবারই নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরুপাতওয়ান্ত সিং পান্নুন ভিডিয়ো পোস্ট করে বলেন যে আগামী ১৬-১৭ নভেম্বর রাম মন্দিরে রক্ত ঝরবে। এই হুমকি পাওয়ার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ১৮ নভেম্বরই রাম মন্দিরে ‘রাম বিবাহ’ উৎসবের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও যোগ দেওয়ারও কথা। সেখানেই রক্ত ঝরানোর হুমকি দিতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
খালিস্তানি জঙ্গির হুমকি পাওয়ার পরই অযোধ্যার রাম মন্দিরকে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছে। গোটা রাম জন্মভূমি কমপ্লেক্স নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন করা হয়েছে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডও। সিসিটিভি দিয়ে নজরদারি চালানো হচ্ছে। ড্রোন ক্য়ামেরার মাধ্যমেও কড়া নজর রাখা হচ্ছে।
গোয়েন্দা বাহিনী, এটিএস এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডকেও সতর্ক করা হয়েছে। অযোধ্যা জুড়ে সিআরপিএফ ও উত্তর প্রদেশ পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।
যদিও এই হুমকিকে গুরুত্ব দিতে রাজি নন অযোধ্যার মেয়র গিরীশপতি ত্রিপাঠী। তিনি বলেন, “ভগবান হনুমান অযোধ্যাকে রক্ষা করছেন। এখানে কেউ হামলা করার সাহস দেখাবে না। এমনিই হাই-সিকিউরিটি জোন অযোধ্যার রাম মন্দির। যেকোনও জঙ্গি হামলা মোকাবিলা করার যাবতীয় প্রস্তুতিও রয়েছে।”