PM Modi: ‘কেন্দ্রের চেষ্টাতেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো’, ‘মন কি বাত’ বললেন মোদী

PM Modi on Durga Puja UNESCO list: ছট পুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার চেষ্টার কথা বলতে গিয়েই কলকাতার দুর্গাপুজোর কথা এদিন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের চেষ্টায় কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে।"

PM Modi: কেন্দ্রের চেষ্টাতেই ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো, মন কি বাত বললেন মোদী
'মন কি বাত'-এ কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI

Sep 28, 2025 | 7:06 PM

নয়াদিল্লি: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোতে মেতে উঠেছেন আমজনতা। প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল। ভিনরাজ্য থেকেও বহু মানুষ দুর্গাপুজোয় কলকাতায় আসেন। বছর চারেক আগে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ তকমা পেয়েছে। কলকাতার দুর্গাপুজোর ইউনেস্কোর এই তকমা পাওয়ার পিছনে কৃতিত্ব কার? রবিবার ১২৬তম ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, কেন্দ্রের চেষ্টাতেই এই তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো।

এদিন ‘মন কি বাত’ অনুষ্ঠানে একাধিক বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে ছট পুজোর প্রসঙ্গ তোলেন তিনি। মোদী বলেন, শুধু দেশের নানা প্রান্তে ছট পুজো হয় না, বিশ্বের বিভিন্ন জায়গায়ও ছট পালিত হয়। ছট পুজো আন্তর্জাতিক উৎসব হয়ে উঠছে। এরপরই প্রধানমন্ত্রী বলেন, ” ছট পুজো যাতে ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’-র তকমা পায়, তার জন্য চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার।” ছট পুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেলে বিশ্বের প্রত্যেক প্রান্তের মানুষ এর মহিমা অনুভব করতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।

আর এই ছট পুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার চেষ্টার কথা বলতে গিয়েই কলকাতার দুর্গাপুজোর কথা এদিন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের চেষ্টায় কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর তালিকায় জায়গা পেয়েছে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যদি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়, বিশ্ব সেগুলি সম্পর্কে জানবে। সেগুলি বুঝতে পারবে ও অংশগ্রহণ করতে এগিয়ে আসবে।” প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে দুর্গাপুজো ইউনেস্কোর ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’-র তকমা পায়। ইউনেস্কোর এই স্বীকৃতির কৃতিত্ব দাবি করে পশ্চিমবঙ্গ সরকারও। ২০২২ সালের ৫ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ইউনেস্কোর যে স্বীকৃতি মিলেছে, তা শুধুমাত্র রাজ্য সরকারের উদ্যোগের জন্যই। এর পিছনে কারও যদি সাফল্য থাকে তা রয়েছে বাংলার পুজো কমিটি এবং আর বাংলার বিভিন্ন ক্লাবগুলির। অবদান রয়েছে এ রাজ্যের মানুষের। ইউনেস্কোর হেরিটেজ ঘোষণার আগেই আমরা যুক্তরাজ্যে একাধিক দুর্গাপুজোর আয়োজন করতে পেরেছি । পুজাে কার্নিভালের মাধ্যমে গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছি। আর তার ফলস্বরূপ ইউনেস্কোর এই স্বীকৃতি। এখানে কেন্দ্র বা বিজেপির কোনও ভূমিকা নেই। এক্ষেত্রে ওরা বিগ জিরো।” এবার ‘মন কি বাত’-এ মোদীর বার্তা, কেন্দ্রের চেষ্টাতেই এই স্বীকৃতি মিলেছে।

বিজয়া দশমীর দিন আরএসএস-র প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হচ্ছে। এদিন ‘মন কি বাত’-এ আরএসএস-র উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে স্বদেশি পণ্য কেনা নিয়ে এদিন ফের আহ্বান জানান মোদী। দেশকে আত্মনির্ভর করতে হলে স্বদেশি পণ্য কেনা দরকার বলে তিনি মন্তব্য করেন।