TV9 Festival of India: টিভি ৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র মঞ্চেই কোরিয়ান ফ্যাশনের সমারোহ
Korean Fashion: দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব হয়ে উঠেছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। কেননা এখানে একইমঞ্চে দুর্গাপুজোর আনন্দ থেকে মিলছে দেশ ও বিদেশের বিভিন্ন পণ্য-সামগ্রী। এছাড়া রয়েছে বিভিন্ন প্রদেশের প্রসিদ্ধ খাবার। সবমিলিয়ে, এক অন্য মাত্রা নিয়েছে টিভি৯ নেটওয়ার্কের এই পুজো।
ফ্যাশনের কথা উঠলে কোরিয়ার নাম আসবে হতেই পারে না। কোরিয়ান ফ্যাশনের প্রতি অনেকেরই বিশেষ ঝোঁক রয়েছে। মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আয়োজিত টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া-র কোরিয়ান ফ্যাশন স্টলে কী নেই! চুলের বাহার করার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ছোট্ট হেডব্যান্ড থেকে হারের লকেট, কানের, ব্রেসলেট-সহ বিভিন্ন ধরনের সাজের আইটেম রয়েছে। তাই ফ্যাশনে চমক দিতে হলে এবং কোরিয়ান ফ্যাশন সামগ্রী কিনতে হলে অবশ্যই আসতে হবে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়।
দেশের সবচেয়ে বড় দুর্গোৎসব হয়ে উঠেছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। কেননা এখানে একইমঞ্চে দুর্গাপুজোর আনন্দ থেকে মিলছে দেশ ও বিদেশের বিভিন্ন পণ্য-সামগ্রী। এছাড়া রয়েছে বিভিন্ন প্রদেশের প্রসিদ্ধ খাবার। গত ২০ অক্টোবর টিভি৯ গ্রুপের এমডি ও সিইও বরুণ দাসের হাতে পাঁচদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। তারপর ধীরে-ধীরে দিল্লি ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের কাছে এই ফেস্টিভ্যাল যেমন জনপ্রিয় হয়ে উঠেছে, তেমনই বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিত্বরা এই অনুষ্ঠানে সামিল হয়েছেন। বহু বিদেশি অতিথিরও সমাগম হচ্ছে টিভি৯ ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায়। সবমিলিয়ে, এক অন্য মাত্রা নিয়েছে টিভি৯ নেটওয়ার্কের এই পুজো।