লখনউ: অবশেষে লখিমপুর (Lakhimpur Violence) কাণ্ডে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে পারলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi) ও প্রিয়ঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। এদিকে, আজ, বৃহস্পতিবারই লখিমপুরের ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বতঃপ্রণোদিত মামলার প্রথম শুনানি রয়েছে।
গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য়ের লখিমপুরে সফর ঘিরে প্রতিবাদ এবং তারপরে গাড়ি চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। লখিমপুরে শান্তি বজায় রাখতে রবিবার থেকেই ১৪৪ ধারা করা হয়েছিল। কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। কিন্তু কংগ্রেসের তীব্র প্রতিবাদের জেরেই শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় যোগী সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-র সঙ্গে ফোনে বার্তালাপের পরই মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ (Yogi Adityanath) পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন কংগ্রেসের প্রতিনিধি দলকে যেন লকিমপুর যেতে দেওয়া হয়। সীতাপুরের পুলিশের অতিথিনিবাস থেকে ছেড়ে দেওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও। পঞ্জাব ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের নিয়ে কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধি দল অবশেষে লখিমপুরে হাজির হয়।
शहीद लवप्रीत के परिवार से मिलकर दुख बाँटा लेकिन जब तक न्याय नहीं मिलेगा, तब तक ये सत्याग्रह चलता रहेगा।
तुम्हारा बलिदान भूलेंगे नहीं, लवप्रीत।#लखीमपुर_खीरी pic.twitter.com/TklEi7e5Ok
— Rahul Gandhi (@RahulGandhi) October 6, 2021
রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী প্রথমেই রবিবারের ঘটনায় মৃত লভপ্রীত সিং (১৯)-র বাড়ি যান। সেখানে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন এবং সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর যান রমন কাশ্যপ নামক এক স্থানীয় সাংবাদিকের বাড়িতে, যিনি ওই দিনই প্রাণ হারিয়েছিলেন।
বুধবার লখনউ বিমানবন্দরে পৌঁছেই ছত্তীসগঢ়ের মুখ্য়মন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel) বলেন, “নিহতদের পরিবারকে সুবিচার দিতেই হবে। আমরা এখানে এসেছি প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে সেই সুবিচার পাইয়ে দিতেই।” বিমানবন্দরেই তিনি ঘোষণা করেন, লখিমপুরের ঘটনায় মৃত ৪ কৃষকের পরিবারকে ছত্তীসগঢ় সরকারের তরফে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে। তার দেখাদেখি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি(Charanjit Singh Channi)-ও জানান, পঞ্জাব সরকারের তরফেও মৃতদের পরিবারপিছু ৫০ লক্ষ টাকা করে দেওয়া হবে।
शहीद सरदार नच्छतर सिंह के परिवारजनों से मिला, शोक संवेदनाएँ व्यक्त की।#लखीमपुर_नरसंहार के इन पीड़ित परिवारों ने दोहरी क्षति झेली है- अपनों को खोने का दुख तो है ही साथ में सरकार भी लगातार वार कर रही है।
लेकिन क्रूरता की इस रात की सुबह ज़रूर होगी।#NyayHokarRahega pic.twitter.com/A1tXRdqPlJ
— Rahul Gandhi (@RahulGandhi) October 6, 2021
মঙ্গলবারই মৃত ৩ কৃষকের শেষকৃত্য সম্পন্ন করা হয়। চতুর্থ কৃষক গুরবিন্দর সিং, যাকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ, তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের পর গতকাল শেষকৃত্য করা হয়। পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়ে ওঠে, সেই কারণে গতকাল ১২ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল সীতাপুরে।
এদিকে, গতকাল লখনউ বিমানবন্দরের ভিতরেই উত্তর প্রদেশ পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন রাহুল গান্ধী। তিনি নিজস্ব গাড়িতে করেই লখিমপুর যেতে চাইলেও পুলিশ বাধা দেয়, তারা জানায় পুলিশের গাড়িতেই যেতে হবে রাহুলকে। এই ঘটনা ঘিরেই বাদানুবাদে জড়িয়ে পড়েন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, পুলিশ তাঁকে নিজের গাড়িতে যেতে দিচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে কোনও চক্রান্ত রয়েছে।
আরও পড়ুন: Lakhimpur Violence: নিরস্ত্র কৃষকদেরই পিছন থেকে ধাক্কা মেরেছিল কালো এসইউভি! ভাইরাল নতুন ভিডিয়ো