জয়ের দোরগড়ায় প্রয়াত বাহুবলী নেতা শাহাবুদ্দিনের ছেলে ওসামা
বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে যেতে শুরু করে এনডিএ। সময় যত গড়িয়েছে, মহাগঠবন্ধনের সঙ্গে এনডিএ-র আসনের ব্যবধান ক্রমশ বেড়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২০০ আসনে এগিয়ে যায় এনডিএ। এরই মধ্যে লালুপ্রসাদ যাদবের আরজেডি-র টিকিটে রঘুনাথপুর আসনে এগিয়ে রয়েছেন প্রয়াত বাহুবলী নেতা মহম্মদ শাহাবুদ্দিনের ছেলে ওসামা শাহাবুদ্দিন। ওসামাকে টিকিট দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে লালুর আস্থার মর্যাদা দিলেন প্রয়াত বাহুবলী নেতার ছেলে। তিনি জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে থাকলেও আরজেডির সামগ্রিক ফল খুব একটা ভালর দিকে যাচ্ছে না। বিহারের ইতিমধ্যে আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।
বিহারে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই এগিয়ে যেতে শুরু করে এনডিএ। সময় যত গড়িয়েছে, মহাগঠবন্ধনের সঙ্গে এনডিএ-র আসনের ব্যবধান ক্রমশ বেড়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২০০ আসনে এগিয়ে যায় এনডিএ। এরই মধ্যে লালুপ্রসাদ যাদবের আরজেডি-র টিকিটে রঘুনাথপুর আসনে এগিয়ে রয়েছেন প্রয়াত বাহুবলী নেতা মহম্মদ শাহাবুদ্দিনের ছেলে ওসামা শাহাবুদ্দিন। ওসামাকে টিকিট দেওয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে লালুর আস্থার মর্যাদা দিলেন প্রয়াত বাহুবলী নেতার ছেলে। তিনি জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে থাকলেও আরজেডির সামগ্রিক ফল খুব একটা ভালর দিকে যাচ্ছে না। বিহারের ইতিমধ্যে আনন্দে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকরা।