NRI পাত্র দেখেই না ভেবেচিন্তে বিয়ে করছেন? কড়া আইন আনছে কেন্দ্র

Law Commission: বিচারপতি রীতু রাজ অবস্তির নেতৃত্বে কমিশনের তরফে বলা হয়েছে, "অনাবাসী ভারতীয় বা এনআরআইদের ভারতীয়দের বিয়ে করার নামে যেভাবে প্রতারণা বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। একাধিক রিপোর্টে দেখা গিয়েছে যে এই ধরনের বিয়েতে প্রতারণা হচ্ছে। ভারতীয়রা, বিশেষ করে মহিলারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।"

NRI পাত্র দেখেই না ভেবেচিন্তে বিয়ে করছেন? কড়া আইন আনছে কেন্দ্র
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 5:03 PM

নয়া দিল্লি: ছেলে বিদেশে চাকরি করে-এই কথা শুনেই মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে যান অনেকে, আগে-পিছে আর কিছু ভাবেন না। অনাবাসী ভারতীয়দের বিয়ে করার ট্রেন্ড বাড়ছে ক্রমশ। তবে অনেক সময়ই এনআরআই-র সঙ্গে বিয়ে দিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এই প্রবণতা রুখতেই এবার কড়া আইন আনতে পারে কেন্দ্রীয় সরকার। জাতীয় আইন কমিশনের তরফে ভারতীয় নাগরিকদের সঙ্গে এনআরআই-দের বিবাহ নিয়েই একাধিক প্রস্তাবনা আনা হল।

শুক্রবার আইন মন্ত্রকের কাছে একটি রিপোর্ট জমা দেয় আইন কমিশন। সেই রিপোর্টে সুপারিশ করা হয়েছে যে এনআরআই ও ভারতীয়দের মধ্যে বিয়ে হলে, তার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করাতে হবে। বিয়ের নামে প্রতারণা, মিথ্যা প্রতিশ্রুতি ও বিয়ে ভাঙার মতো ঘটনা রুখতেই এই আইন আনা হতে পারে।

বিচারপতি রীতু রাজ অবস্তির নেতৃত্বে কমিশনের তরফে বলা হয়েছে, “অনাবাসী ভারতীয় বা এনআরআইদের ভারতীয়দের বিয়ে করার নামে যেভাবে প্রতারণা বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। একাধিক রিপোর্টে দেখা গিয়েছে যে এই ধরনের বিয়েতে প্রতারণা হচ্ছে। ভারতীয়রা, বিশেষ করে মহিলারা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন।”

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয়দের সঙ্গে এনআরআই বা বিদেশে বসবাসকারী ভারতীয়দের বিয়ের বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন আইনে এনআরআই বিয়ের ক্ষেত্রে শুধু রেজিস্ট্রেশনই নয়, বিবাহ বিচ্ছেদ, বিচ্ছেদের পর খোরপোশ, সন্তানদের দেখভাল, আইনি নোটিসের জবাব ও হাজিরার জন্য বিধির সুপারিশ করা হয়েছে।

আইন কমিশনের সুপারিশে পাসপোর্ট আইন, ১৯৬৭-এও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এনআরআই-র সঙ্গে বিয়ে হলে, পাসপোর্টে তা ঘোষণা করা ও স্ত্রীর পাসপোর্টের সঙ্গে লিঙ্ক করার সুপারিশ করা হয়েছে। উভয়ের পাসপোর্টেই বিয়ের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইন কমিশনের সুপারিশে নিম্ন আদালতগুলিকে এই সংক্রান্ত মামলার শুনানি ও দ্রুত নিষ্পত্তির দায়িত্ব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারকেও অনাবাসী ভারতীয়দের এই বিষয় নিয়ে সচেতনতা তৈরি করতে বলা হয়েছে।