বেঙ্গালুরু: হিজাব মামলায় রায়দানের পরই প্রাণহানির আশঙ্কায় ভুগছেন কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুররাজ অবস্থি। মামলার রায়দানের পর থেকেই তাঁকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতেই এবার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। কর্নাটক হাইকোর্টের আইনজীবী উমাপতি এস এফআইআর দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতিই হোয়াটসঅ্যাপে একটি ভিডিয়ো মেসেজ পেয়েছিলেন তিনি, সেখানে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে খুন করার হুমকি দেওয়া হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই হিজাব বিতর্ক নিয়ে তোলপাড় হয়েছিল কর্নাটক। বিতর্কের আঁচ ছড়িয়ে পড়েছিল রাজ্যের গণ্ডির বাইরেও। সম্প্রতিই কর্নাটক হাইকোর্টের তরফে ওই মামলার রায়দান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে কোনও প্রকার ধর্মীয় পোশাক পরার উপরে কর্নাটক সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা বহাল রাখে কর্নাটক হাইকোর্ট। বলা হয়, ধর্মাচরণে বাধ্যতমূলক নয় হিজাব।
কর্নাটক হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধেই চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি আর্জি জমা পড়েছে। এবার কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতিকেই খুনের হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ দায়েরকারী ওই আইনজীবী বলেন, “আমি ওই ভিডিয়ো ও তার বিষয়বস্তু দেখে চমকে উঠেছিলাম। সেই কারণেই আমি সঙ্গে সঙ্গে হাইকোর্টের রেজিস্ট্রারারের সঙ্গে কথা বলতে যাই।”
রেজিস্ট্রারারের উদ্দেশে লেখা ওই আইনজীবী বলেন, “আমি সকাল ৯টা ৪৫মিনিট নাগাদ হোয়াটসঅ্যাপে একটা ভিডিয়ো মেসেজ পাই। ওই ভিডিয়োটি তামিল ভাষায় ছিল। পরে ভিডিয়োটি শুনে বুঝতে পারি যে কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের খুন করার হুমকি দেওয়া হচ্ছে কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের উপরে নিষেধাজ্ঞা জারি করার জন্য।”
ওই আইনজীবী দাবি করেন, “মনে হচ্ছে তামিলনাড়ুর মাদুরাই জেলায় কোনও মিটিংয়ে এই হুমকি দেওয়া হয়েছে। ওই বক্তা ঝাড়খণ্ডের বিচারপতিকে খুনের প্রসঙ্গও টেনে আনা হয়। ওই ঘটনার প্রসঙ্গ টেনেই কর্নাটকের প্রধান বিচারপতিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে।”