১০ মে থেকে পরিবর্তিত হচ্ছে এলআইসি অফিসের টাইম, জেনে নিন বিস্তারিত
অতিমারির (Pandemic) কারণে যদি আপনি এলআইসি (LIC) অফিসে যেতে না-পারেন তাহলে অনলাইনও নানা পরিষেবা পাওয়া যাবে।
নয়া দিল্লি: পালটে যাচ্ছে এলআইসি (LIC) অফিসের টাইম। আগামী ১০ মে থেকে পরিবর্তিত হচ্ছে সময়। যারা এলআইসির গ্রাহক তাদের নতুন সময়কাল সম্পর্কে জানা প্রয়োজন। গ্রাহকদের (Customers) খেয়াল রাখতে হবে ১০ মে থেকে সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত খোলা থাকবে অফিস।
এলআইসির পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, “বিজ্ঞপ্তি এ.সও. ১৬৩০ (ই), সালের ১৫ এপ্রিল ২০২১ অনুসারে কেন্দ্রীয় সরকার প্রতি শনিবার এলআইসি অফিস ছুটি ঘোষণা করেছে। সবাইকে জানানো হচ্ছে ১০ তারিখ থেকে এলআইসি অফিসের কর্মীরা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করবে। সোমবার থেকে শুক্রবার সকাল ১০ টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত কাজ চলবে।”
এলআইসি গ্রাহকরা আরও বিস্তারিত জানতে পারবেন www.licindia.in ওয়েবসাইটে। অতিমারির কারণে যদি আপনি কাছের এলআইসি অফিসে যেতে না-পারেন তাহলে অনলাইনও নানা পরিষেবা পাওয়া যাবে।