Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

HCL-র খনিতে ভয়ঙ্কর বিপর্যয়, ছিঁড়ে পড়ল লিফট, আটকে কলকাতার ভিজিল্যান্স টিম সহ ১৪ জন

Rajasthan Mine Lift Collapse: কোলিহান খনির ৫৭৭ মিটারে আটকে রয়েছেন ১৪ জন।  হিন্দুস্তান কপার লিমিটেডের ওই খনির রক্ষণাবেক্ষণ কেমন হয়, তা পর্যবেক্ষণের জন্যই মঙ্গলবার কলকাতা থেকে একটি টিম গিয়েছিল। রাতে তারা খনিতে নামতেই বিপদ ঘটে। হঠাৎ লিফট ছিঁড়ে যায়।

HCL-র খনিতে ভয়ঙ্কর বিপর্যয়, ছিঁড়ে পড়ল লিফট, আটকে কলকাতার ভিজিল্যান্স টিম সহ ১৪ জন
চলছে উদ্ধারকাজ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: May 15, 2024 | 8:37 AM

জয়পুর: ফের খনি দুর্ঘটনা। হিন্দুস্থান কপার লিমিটেডের কোলিহান খনিতে লিফট ছিঁড়ে বিপত্তি। খনিতে আটকে ১৪ জন। এর মধ্য়ে কলকাতা থেকে আসা ইন্সপেকশন টিমের সদস্যরাও রয়েছেন।  মঙ্গলবা রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় এই বিপর্যয় ঘটে। রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে এখনও অবধি কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত কোলিহান খনির ৫৭৭ মিটারে আটকে রয়েছেন ১৪ জন।  হিন্দুস্তান কপার লিমিটেডের ওই খনির রক্ষণাবেক্ষণ কেমন হয়, তা পর্যবেক্ষণের জন্যই মঙ্গলবার কলকাতা থেকে একটি টিম গিয়েছিল। রাতে তারা খনিতে নামতেই বিপদ ঘটে। হঠাৎ লিফট ছিঁড়ে  যায়। ওই সময়ে লিফটে খনির কয়েকজন কর্মী, কলকাতা থেকে আসা ভিজিল্যান্স টিমের সদস্যরা ও খেত্রী কপার কর্পোরেশনের কয়েকজন ঊর্ধ্বতন কর্তা ছিলেন। তাঁরা সকলেই ওই খাদানে আটকে রয়েছেন। লিফটটি ৫৭৭ মিটার গভীরে আটকে রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আশেপাশের ৪টি থানার পুলিশ, উদ্ধারকারী দল এসে পৌঁছয়। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। আশেপাশের হাসপাতালগুলিতে চিকিৎসকদের জরুরি পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, লিফটে আটকে পড়া সকলেই নিরাপদে রয়েছেন। তাদের দ্রুত উদ্ধাারের চেষ্টা চলছে। কয়েক ঘণ্টার মধ্যেই সকলকে বের করে আনা হবে বলে আশা করা হচ্ছে।

কর্মীদের বয়ান অনুযায়ী, ওই খনির গভীরতা ১৮০০ ফুট। মঙ্গলবার কলকাতার ভিজিল্যান্স টিমসহ ১৪ জন আধিকারিক খনিতে প্রবেশ। খনি থেকে বের হওয়ার সময় রাত ৮টার দিকে হঠাৎ লিফটের চেইন ভেঙে যায়।

খনিতে আটকে পড়়েছেন কলকাতার এইচসিএলের ভিজিল্যান্স টিম এবং খেত্রী কপার কর্পোরেশনের ১৪ জন আধিকারিক। এরা হলেন, পান্ড্য (সিবিও), জিডি গুপ্তা (কেসিসি ইউনিট প্রধান), ভি ভান্ডারি (ডিএসএম), এ কে শর্মা, কেএস সেহলট, রমেশ কুমার, এ কে বাইহরা, বিনোদ শেখাওয়াত, এএ ভান্ডারি, এন সহায়, প্রীতম সিং, বিকাশ পারীক, হানসি রাম প্রমুখ।