Rajnath Singh: ‘পকেটে সংবিধান’, রাহুলকে আক্রমণ করে কী বললেন রাজনাথ?

Rajnath Singh: রাজনাথ সিং বলেন, "বিরোধীদের অনেককে দেখি পকেটে সংবিধান রাখেন। আসলে ছোটবেলা থেকে তাঁরা এটা শিখেছেন। বংশপরম্পরায় তাঁরা সংবিধানকে পকেটেই রেখেছেন। কিন্তু, বিজেপি সংবিধানকে মাথায় রাখে।"

Rajnath Singh: 'পকেটে সংবিধান', রাহুলকে আক্রমণ করে কী বললেন রাজনাথ?
সংবিধান বিতর্কে রাহুল গান্ধীকে নিশানা রাজনাথ সিংয়ের
Follow Us:
| Updated on: Dec 13, 2024 | 2:51 PM

নয়াদিল্লি: লোকসভায় সংবিধান নিয়ে বিতর্কে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিভিন্ন সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সংবিধানের কপি তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন। শুক্রবার সংসদে এই নিয়ে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, “তাঁরা সংবিধানকে পকেটে নিয়ে ঘোরেন। আর বিজেপি হৃদয়ে নিয়ে।” একইসঙ্গে কংগ্রেসকে আক্রমণ করে তাঁর বক্তব্য, সংবিধান তৈরিতে অনেকের ভূমিকা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

লোকসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন সময় রাহুলকে সংবিধানের কপি হাতে দেখা গিয়েছে। এমনকি, সংবিধানের কপি হাতেই সাংসদ হিসেবে শপথ নেন তিনি। বিভিন্ন সময় কেন্দ্রকে আক্রমণ করতে গিয়ে সেই সংবিধানকেই হাতিয়ার করেন। এদিন সংবিধান বিতর্কে নাম না করে রাহুলকে বিঁধলেন রাজনাথ সিং।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “বিরোধীদের অনেককে দেখি পকেটে সংবিধান রাখেন। আসলে ছোটবেলা থেকে তাঁরা এটা শিখেছেন। বংশপরম্পরায় তাঁরা সংবিধানকে পকেটেই রেখেছেন। কিন্তু, বিজেপি সংবিধানকে মাথায় রাখে।”

এই খবরটিও পড়ুন

১৯৪৯ সালের ২৬ নভেম্বর সংবিধানের খসড়া গৃহীত হয়েছিল। ভারতীয় সংবিধানের ৭৫ বছরের যাত্রাকে স্মরণ করে সংসদে ২ দিনের সংবিধান বিতর্ক শুরু হয়েছে। এদিন সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করেন রাজনাথ। তিনি বলেন, “একটি নির্দিষ্ট দল সংবিধানকে হাইজ্যাক করার সর্বদা চেষ্টা করেছে। সংবিধান তৈরিতে অনেকের ভূমিকা মুছে ফেলার চেষ্টা হয়েছে।”

কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, “কংগ্রেস সর্বদা সংবিধানকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। তাদের মুখ থেকে সংবিধান রক্ষার কথা শোভা পায় না। বিজেপি কখনও নিজেদের স্বার্থে সংবিধানকে ব্যবহার করেনি।” এদিন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এইচআর খান্নার কথাও উল্লেখ করেন রাজনাথ। বলেন, একটি মামলার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থার বিরোধিতা করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেননি এইচআর খান্না।